এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে দুঃস্থ শিশুদের ঈদবস্ত্র বিতরণ

৪-০৭-১৬ ইং তারিখ,সোমবার,জেলা শিশু একাডেমী ভবনের এনসিটিএফ হলরুমে জেলা শিশু একাডেমীর সহযোগীতায় #এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে ২৫জন শিশুকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জনাব মোঃসিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক (অবঃ),শাহনেয়ামুতুল্লাহ কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃআমিনুল ইসলাম,জেলা প্রতিনিধি,সমকাল ও একুশে টেলিভিশন,চাঁপাইনবাবগঞ্জ।এছাড়া এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।আমাদের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবসময় আমাদের পাশে থেকেছেন
প্রফেসর ডঃ মাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা,নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোহিত কুমার দাঁ,বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক;জনাব মোঃ শাহ আলম,শিক্ষক (অবঃ),নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোঃ মোসফিকুর রহমান,সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; শাহনাজ বেগম,সহকারী প্রধান শিক্ষক,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ; রোকসানা আহমেদ,প্রধান শিক্ষক,গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ;মোঃমারুফুল ইসলাম,প্রধান শিক্ষক,নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ-সহ আরও অনেকে।
সকলকে এনসিটিএফ,চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এনসিটিএফ কুষ্টিয়া জেলার ঈদ বন্ত্র বিতরণ ও মেহেদী উৎসব

৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০ জন দুস্থ, সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান এবং মেহেদী উৎসব অনুষ্ঠিত হয় । এই উৎসবে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের পাশাপাশি, হাতে মেহেদী পড়িয়ে দেওয়া হয়।নতুন পোশাক আর মেহেদীরাঙা হাত নিয়ে শিশুদের মুখের হাসি সত্যি দেখার মতো ছিল। এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলা কমিটির সদস্যরা অতি আন্তরিকতার সাথে কার্যক্রমটি সম্পাদন করেন এবং শিশুদের সাথে আনন্দে মেতে ওঠেন্। এ প্রসঙ্গে এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র বলেন, “ঈদ মানে খুশী, আর খুশী বিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ। নতুন জামা পেয়ে, হাতে মেহেদী নিয়ে শিশুরা যে পরিমান খুশী হয়েছে তা নিজের চোখে দেখলে মনে হয় শ্রাবণের বারিধারা যেমন বৈশাখের ক্লান্তিকে ধুয়ে দেয়, তেমনি শিশুদের এই হাসি প্রায় এক মাস ধরে পালন করা রমযানের সব ক্লন্তিকে ধুয়ে দেয়। আর ঈদ যে কত খুশীর একটি দিন তা্ আমাদের মনে করিয়ে দেয়।“
প্রতিবারের ন্যায় এবারও ঈদে দুস্থ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার মূল লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহন করা হয়। এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যরা নিজেদের ব্যাক্তিগত অর্থায়নে ঈদ বস্ত্র দুস্থ শিশুদের মাঝে বিতরণ করে। ঈদ বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে কুষ্টিয়া জেলা তথ্য অফিস এর সিনিয়র তথ্য অফিসার জনাব মো: তৌহিদ্দুজ্জামান। এ সময় তারা এনসিটিএফ কুষ্টিয়ার সকল সদস্যকে এ কর্মসূচী গ্রহন করার জন্য প্রশংসা করেন পরবর্তীতে শিশুদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এরপর তারা দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান করেন।
উল্লেখ্য ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশে জাতীয় পর্যায়ের বৃহত্তম একমাত্র শিশু সংগঠন। ২০০৩ সাল এ প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে ৬৪ জেলা সহ বিভিন্ন থানা ও উপজেলায় শিশু অধিকার বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন এন.সি. টি.এফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মুসাইদ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা, উপদেষ্টা সাজিদ হাসান , রাব্বি , এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম ও লাইলা আফিয়া আন্জুমান সহ আরো অনেকে ।

আজমাইন মাহমুদ শুভ্র
সভাপতি
কুষ্টিয়া এনসিটিএফ

এনসিটিএফ শেরপুর জেলা কমিটির ইফতার মাহফিল

গতকাল রোজ বৃহস্পতিবার এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্যোগে জেলা শিশু একাডেমীতে এক ইফতার মাহফিলের আয়জন করা হয় ।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বহী সদস্য, শেরপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উপদেষ্টা, শেরপুর জেলার বিভিন্ন সুনাম ধন্য স্কুলেরঅধ্যক্ষ, বিভিন্ন সাংবাদিক সহ সুশীল সমাজের বিভিন্ন লোক সবশেষে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়

রজত সাহা অন্তু
শিশু সাংবাদিক
এনসিটিএফ শেরপুর

ভোলা জেলা এনসিটিএফ এর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মানুষের জন্য একটি লক্ষ নিয়ে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর তাই  বিশ্বের কাছে বাংলাদেশ একটি  উন্নয়নশীল  দেশ হিসাবে প্রশংসিত। খুব শিগ্রই ক্ষুধামুক্ত একটি দেশ হিসাবে মাথা উচু করে দাড়াবে এদেশ।  বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকাল শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে ‘ন্যাশনাল চিল্ডেন টাক্সফোর্স’ (এনসিটিএফ) এর আয়োজনে ‘সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বন্ত্র’ বিতরনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলায় বরিশাল-ভোলা  ব্রীজ নির্মান ও নদী ভাঙ্গন রোধের মাধ্যমেই একটি সমৃদ্ধশালী জেলায় রুপান্তিত হবে ভোলা। তখন দেশে-বিদেশী কোম্পানী বিনিয়োগ করবে, এতে কর্মসংস্থান হবে শিক্ষিক যুবক-যুবতীদের। তেঁতুলিয়া চ্যানেলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এখানে পোর্ট নির্মান করা হবে।

বানিজ্যমন্ত্রী সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর কথা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকেই সমাজ গঠনের দায়িত্বভার গ্রহন করতে হবে। এ সময় তিনি ব্যাক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আদিবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এনসিটিএফ এর সাধারন সম্পাদক মো: সালমান ও সমন্বয়কারি আদিল হোসেন তপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন ,ভোলা জেলা এনসিটিএফ সভাপতি ইব্রাহীম প্রমুখ ।

মন্ত্রী পরে অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরন করেন।

গোপাল চন্দ্র দে,
শিশু সাংবাদিক ভোলা
তাং-0১-0৭-১৬

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খুলনা এনসিটিএফ এর ইফতার ও দোয়া মাহাফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিটিএফ খুলনার তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে নগরীর ছিন্নমূল শিশুদের সাথে   ইফতার দোয়া মাহাফিলেরর আয়োজন করে।  ২৮ জুন ২২ রমজান রোজ মঙ্গলবার  বাংলাদেশ শিশু একাডেমী খুলনায় ইফতার মাহাফিলের আয়োজন করা হয়।  মাহাফিলে অংশ নেন  এন সি টি এফ খুলনার বর্তমান সাবেক সদস্য, শুভাকাঙ্খী সহ প্রায় ৩০ জনএছাড়াও প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশু।   সুবিধা বঞ্চিতদের সাথে রোজার কষ্ট ভাগ করে নিতে মাহাফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খুলনা ) এনসিটিএফ খুলনার সভাপতি লিটন হাওলাদার তার বক্তব্যে বলেনএনসিটিএফ প্রতিষ্ঠা করা হয় শিশুদের অধিকার আদায়ের জন্য লক্ষ থেকেই এন সি টি এফ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।   আমরা মূলত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশসেভ দ্যা চিল্ডেন এবং শিশু একাডেমীর সহযোগীতায় যতদূর সম্ভব শিশুদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাবো, তারই ধারাবাহিকতার আমাদের ক্ষুদ্র প্রয়াস।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শামীম আহমেদ  (ওয়াই ভি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ) , লায়লা আক্তার সিগ্ধা ( ডিভি খুলনা এনসিটিএফএবং জাহিদুল ইসলাম সুমনডিভি খুলনা এনসিটিএফ)

ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান (Memorandum to District Commissioner of Mymensingh)

২৫ মে দুপুর এক ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স,ময়মনসিংহ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহদয় বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রনালয় বরাবর মাধ্যমিক বিদ্যালয় ওয়াশ (নিরাপদ পানি, পয়ঃব্যবস্থা স্বাস্থ্যভাস) ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসংঙ্গে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় বাংলাদেশ সচিবালয় বরাবর শিশু হত্যা বন্ধ করি শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে  জেলা প্রশাসক, জনাব মুক্তাকীম বিল্লাহ ফারুকী মোহদয়ের কাছে   স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স, ময়মনসিংহ জেলার সভাপতি সামস আল জাফির, চাইল্ড পার্লামেন্ট মেম্বাররিফাত আক্তার, শিশু সাংবাদিক তামজিদা আক্তার এলিন, এবং সাধারন সদস্য মেহেদী হাসান

শামস আল জাফির
সভাপতি,
ময়মনসিংহ,এনসিটিএফ।

এনসিটিএফ রাজশাহী জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা।

গত ১৫ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে হয়ে গেল এনসিটিএফ এর জাতীয় সম্মেলন ২০১৬। বাংলাদেশের ৬৪ টি জেলার এনসিটিএফ কমিটির সভাপতি এবং সহসভাপতিদের মিলন মেলায় গঠন করা হয় ২০১৬২০১৭ সালের নতুন কেন্দ্রীয় কমিটি।  কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এর মত গুরুত্ত্বপূর্ণ পদটিতে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এনসিটিএফ রাজশাহী জেলার সভাপতি মোছাঃ জিয়ানা বিনতে জাহিদ মৌরিন নির্বাচিত হয়। এই আনন্দে রাজশাহী এনসিটিএফ এর পক্ষ থেকে গত ২০ জুন ইফতার মাহফিলের এক অনুষ্ঠানে তার এই সাফল্যে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উমা রানী দাস উপস্থিত ছিলেন।

Need access to Basic services

Children in Fullsori Tea Garden of Srimongol are not aware of their basic rights . School dropout is one of the major  problem of the children that lead to child labor. The findings came out through a monitoring visit of  NCTF MouloviBazar Jointly with with Bangladesh Shisu Academy officer and other civil society members. NCTF members visited tea garden to learn children situation. NCTF members visited tea garden to learn children situation.Though Health, Education and Sanitation are three vital component of a human life but the children never experience these facilities here.


চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ

মাহফুজুর মাহদী ঃ ১৮ ই ডিসেম্বর সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় এনসিটিএফ সদস্যরা বাগানের শিশু এবং শিশুদের অভিবাবকদের সাথে কথা বলে জানতে পারে যে, অধিকাংশ শিশুই প্রাথমিক পর্যায় শেষে ঝরে পড়ে ।তারা বিভিন্ন শিশু শ্রমে নিয়োজিত হয়ে পড়ে।

IMG_4144তাছাড়া চা বাগানের বিদ্যালয়গুলো বাগান থেকে অনেক দূরে। তাই তাদেরকে অনেক দূর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয় গুলোতে যেতে হয়। জার ফলে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হ্য।আরও জানা যায় সেখানে শিশুদের উন্নত চিকিৎসা এবং স্যানিটেশনের অভাব রয়েছে।পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, ফোকাল এনজিও এর নির্বাহী পরিচালক এস.এ. হামিদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার,এনসিটিএফ  ভলান্টিয়ার  মো: জিল্লুর রহমান,চৈতী দত্ত এবং মৌলভীবাজার জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ

Overview of practice standards in child participation

Standard 1

An ethical approach: transparency, honesty and accountability

Standard 2

Children’s participation is relevant and voluntary

Standard 3

A child-friendly, enabling environment

Standard 4

Equality of opportunity

Standard 5

Staff are effective and confident

Standard 6

Participation promotes the safety and protection of children

Standard 7

Ensuring follow-up and evaluation

 

Content by:  Save_the_Children

হরিজন কলোনীর শিশুদের অবস্থা পরিদর্শনে এনসিটিএফ পাবনা

গত ২২জুন বিকাল সাড়ে ৪ টার সময় এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহ্ফুজ এর নেতৃত্বে এবং জেলা ভলাণ্টিয়ারদের সহযোগিতায়  কার্যনির্বাহী কমিটির একটি ৫ জনের দল হরিজন কলোনী পরিদর্শনে যায়।পরিদশর্নে অনেক সুবিধা-এবং অসুবিধা উঠে আসে।পৌরসভার অধীনে থাকা এ কলোনীটিতে প্রধান প্রধান সমস্যা হল এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর যার কারন পানির নিষ্কাশন ব্যবস্থা মোটেই ভাল নয় আবার এখানে স্যানিটারী পায়খানা নেই।এ কলোনীতে বাল্যবিবাহের হার অত্যধিক। অপরদিকে এখানে রয়েছে সুশিক্ষার ব্যবস্থা।এখানকার সকল শিশুই পড়াশোনা করে এদের জন্য কলোনীতে রয়েছে একটি সংগঠন ফেয়ারের তৈরী একটি টিউশন ক্লাস যেখানে দিনে দুইবার শিশুদের পাঠদান করা হয় তবে বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় শিশুরা এখানে মৌলিক সকল অধিকার পেলেও শিশুদের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা