সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খুলনা এনসিটিএফ এর ইফতার ও দোয়া মাহাফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিটিএফ খুলনার তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে নগরীর ছিন্নমূল শিশুদের সাথে   ইফতার দোয়া মাহাফিলেরর আয়োজন করে।  ২৮ জুন ২২ রমজান রোজ মঙ্গলবার  বাংলাদেশ শিশু একাডেমী খুলনায় ইফতার মাহাফিলের আয়োজন করা হয়।  মাহাফিলে অংশ নেন  এন সি টি এফ খুলনার বর্তমান সাবেক সদস্য, শুভাকাঙ্খী সহ প্রায় ৩০ জনএছাড়াও প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশু।   সুবিধা বঞ্চিতদের সাথে রোজার কষ্ট ভাগ করে নিতে মাহাফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খুলনা ) এনসিটিএফ খুলনার সভাপতি লিটন হাওলাদার তার বক্তব্যে বলেনএনসিটিএফ প্রতিষ্ঠা করা হয় শিশুদের অধিকার আদায়ের জন্য লক্ষ থেকেই এন সি টি এফ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।   আমরা মূলত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশসেভ দ্যা চিল্ডেন এবং শিশু একাডেমীর সহযোগীতায় যতদূর সম্ভব শিশুদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাবো, তারই ধারাবাহিকতার আমাদের ক্ষুদ্র প্রয়াস।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শামীম আহমেদ  (ওয়াই ভি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ) , লায়লা আক্তার সিগ্ধা ( ডিভি খুলনা এনসিটিএফএবং জাহিদুল ইসলাম সুমনডিভি খুলনা এনসিটিএফ)