মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির বিদ্যালয় পরিদর্শন

মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি মাদারিপুরের নতুন শহর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে। মাদারিপুর সদর লেকপার এর মধ্যে এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এটার যে অবস্থা তাতে শিশুর পড়ালেখা ও চলাফেরা এবং তার শারীরিক ক্ষতির সম্ভাবনা খুবই বেশি।
৭ই আগস্ট মাদারিপুর জেলা এনসিটিএফ কমিটি এই স্কুলটি পরিদর্শনের সময় স্কুল এর চারপাশ এবং শিশু ও শিক্ষকদের সাথে কথা বলেন।
তারা জানান, স্কুলটি নির্মান কাজ চলছে বিধায় তাদের এই পরিস্থিতি। তাদের একটা মাত্র অফিস রুম এর মত ওই রুম আর রুমের বারান্দাতেই ৫/৬ শ্রেণীর ক্লাস নেওয়া হয় এবং আলাদা কোন অফিস রুম না থাকায় শিক্ষার্থীরা ও শিক্ষকদের এক সাথেই বসতে হয়।
স্কুলটির চারপাশে নানা যায়াগায় ময়লা পানি জমে আছে। যাতে মশা, সাপ এসব এর ভয়ে আতংকে থাকেন শিক্ষকেরা। এমন কি শিশুদের স্কুলে যাবার পথও সুবিধাজনক নয়।
এমতাবস্থায় এনসিটিএফ জেলা কমিটি ও মাদারিপুর জেলা প্রশাসক ও প্রশাসন এর কাছে তাদের অনুরোধ উক্ত স্কুল এর শিশুদের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে দ্রুত একটি সমাধানে আশা করছেন।