মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির মাদারিপুর সদর হাসপাতাল পরিদর্শন

১০-০৮-১৯ তারিখ রোজ শনিবার সকাল ১০, ঘটিকায় মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি, মাদারিপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন।
সেখানে, ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ (আবাসিক মেডিকেল অফিসার) ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা, সদর হাসপাতাল মাদারিপুর।
তার সাথে কথা বলে তার অনুমতি সাপেক্ষে এনসিটিএফ কমিটি হাসপাতালটি পরিদর্শন করেন।
সেখানে এনসিটিএফ কমিটি সকল শিশুসহ ডেঙ্গু আক্রান্ত সকল রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সবাইকে  ডেঙ্গু বিষয়ে সচেতনত করেন।
পরিদর্শন সূত্রে জানা গেছে, ডেঙ্গু সহ বর্তমানে শিশুদের অন্য রোগের প্রভাব ও রয়েছে। তার মধ্যে নিউমোনিয়া অন্যতম। দুঃখজনক হল মাদারিপুর সদর হাস্পাতালের পরিবেশ এই মুহুর্তে খুবই খারাপ অবস্থা। ময়লা-আবর্জনায় ভরা। পানি জমে থাকা, বারান্দায় সব রকম ময়লা ফালানো ও বাথরুমের অবস্থা বেশি খারাপ।
এই সকল কারনেই ডেঙ্গু মশার প্রকোপ বাড়ছে বই কমছে নাহ। তাই রোগী সহ হাসপাতালে অবস্থানরত সকলকেই সচেতন হতে হবে।