এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম

গত ০৩-০৮-১৯ রোজ শনিবার এনসিটিএফ শেরপুর জেলার পক্ষ থেকে জেলার ঢাকলহাটি সরকারি প্রাইমারি স্কুলে এক গনসচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য  বিষয় ছিল, “সচেতন হলে আমরা, শিশু গড়বে সোনার বাংলা”। পুরোপুরি মাল্টিমিডিয়া সিস্টেমে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। শিশু সুরক্ষায় শিশুর নিজেদের কি করা উচিত, অভিভাবকদের কি করা উচিত, শিক্ষকদের কি করা উচিত এইসব বিষয় নিয়েই উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বর্তমানে ভয়াবহ আকার ধারন করা ডেঙ্গু নিয়েও আলোচনা করা হয়  এবং এ বিষয়ে যাতে সকলেই সচেতন থাকে এই বিষয়ে বলা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিটিএফ শেরপুর জেলার জেলা ভলান্টিয়ার রজত সাহা অন্তু। অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, এনসিটিএফ শেরপুর জেলার সাধারণ সদস্য  প্রিয়াস সাহা, পূর্ণিমা, আঁখি, মনন, উক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা সহ  আরোও অনেকে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।