ঢাকা এনসিটিএফের হস্তক্ষেপে বাল্যবিবাহ রোধ

গত ০২-০৮-২০১৯ ইং তারিখে দুপুরে মিরপুর ১২ নাম্বার থেকে এনসিটিএফ ঢাকা জেলার কাছে বাল্যবিবাহের তথ্য আসে এবং তারা ঐ দিনে বিয়ে হবে সেটাও জানতে পারে।

সাধারণ সম্পাদক মিরাজ সাথে সাথে সেখানে পৌঁছায় এবং বাকি কমিটি মেম্বারদের ডাকা হয়। প্রথমে ছেলের বাসা থেকে সকল তথ্য সংগ্রহ করা হয়। ছেলের পরিবার ছেলের জন্য একটা জাল জন্মনিবন্ধন তৈরি করে। এনসিটিএফ সদস্য বৃন্দ সেই জাল জন্মনিবন্ধনে কিছু ভুল সাথে সাথে খুঁজে পায় এবং তাদের কাছেই উপস্থাপন করে।
তারপর তারা নিজেদের ভুল বুজতে পারে এবং তারা মেয়েদের বাড়িতে নিয়ে যায়। মেয়ে পক্ষের বাসায় যেয়ে তাদের সাথে আলোচনা শুরু করি তারা মেয়ের সঠিক জন্মনিবন্ধন দিতে সক্ষম হয়। তাদেরকে ছেলের পরিপূর্ণ বয়স না হওয়ার কথা জানাই। তারা সে কথা জানে না বলে আমাদের কে জানায়। পরে দুপক্ষের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাদের দুই পক্ষের সম্মতিক্রমে একটি অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়। তাতে উল্লেখ থাকে যে ছেলেমেয়ে পরিপূর্ণ বয়স না হওয়ার পযন্ত তাদের বিয়ে দুই পরিবার দিবে না। তাতে স্বাক্ষর করে ছেলেমেয়ে এবং তাদের বাবা মা।

সব শেষে সেখানে এ ধরনের ঘটনা আবার ঘটলে এনসিটিএফ কে জানাতে অনুরোধ করা হয়।

ধন্যবাদান্তে,
মিরাজ হোসেন
সাধারণ সম্পাদক
এনসিটিএফ, ঢাকা জেলা।