শরিয়তপুর জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

এনসিটিএফ শরিয়তপুর জেলা আয়জিত ২০১৯ সালের বার্ষিক সাধারন সভা ও পরিকল্পনা তৈরি সভা অনুষ্ঠিত হয় আজ ৬ই মার্চ ২০১৯ এসডিএস শরিয়তপুর প্রধান কার্যালয় এর সম্মেলন কক্ষে। শিশু সাংবাদিক ঐশির সঞ্চালনায় জেলা এনসিটিএফ সভাপতি সাজেদুল ইসলাম শাহেদ এর সভাপতিত্বে সাধারন সভার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুবন্ধু প্ল্যাটফর্ম এর সদস্য শিক্ষক প্রতিনিধি জনাব মিজানুর রহমান, সাংবাদিক প্রতিনিধি জনাব রোকনুজ্জামান পারভেজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সরল বাড়ই, চাইল্ড রাইটস প্রমোটার জনাব মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী ও সাধারন সদস্য সহ প্রায় অর্ধশতাধিক এনসিটিএফ  সদস্য। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু সাংবাদিক শুভ ঘোষ। পরবর্তীতে ২০১৮ সালে জেলা কমিটির বার্ষিক কার্য অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন শিশু গবেষক লামিয়া।
অতিথির বক্তব্যের শুরুতেই মমতাজুল ইসলাম  রুমন এনসিটিএফ কার্যক্রম জাতীয় পর্যায়ে সংগঠনটির সফলতা সম্পর্কে অভহিত করেন। পরবর্তীতে শিশুবন্ধু প্ল্যাটফর্ম সদস্য জনাব মিজানুর রহমান তার বক্তব্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এনসিটিএফ এর কার্যক্রম কে সাধুবাদ করেন। তিনি প্রত্যেক শিশু নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন এবং এনসিটিএফ  এর গৃহীত পরিকল্পনায় সহযোগীতার আশ্বাস দেন। শিশুবন্ধু  প্লার্টফর্ম এর অন্যতম সদস্য সাংবাদিক জনাব রোকনুজ্জামান পারভেজ তার বক্তব্য এ এনসিটিএফ শিশুদের অভিনন্দন জানান। তিনি এনসিটিএফ কে শরিয়তপুর জেলার প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক  পর্যায়ের সহযোগীতার আশ্বাস দেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সরল বাড়ই শিশুদের আয়োজনে সফলতা কামনা করেন এবং আয়োজনের দ্বিতীয় পর্ব বার্ষিক  কর্মপরিকল্পনা তৈরির আহবান জানান।

আয়োজনের দ্বিতীয় পর্বে এনসিটিএফ সদস্যরা ৩টি দলে বিভক্ত হয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরিকল্পনা  তৈরি করে।  দলীয় উপস্থাপনা হতে ২০১৯ সালের এনসিটিএফ শরীয়তপুর এর স্ব-উদ্যোগী কার্যক্রম সহ প্রায় ২২টির অধিক কাজের তালিকা তৈরি করা হয়।
পরিকল্পিত কাজগুলো বাস্তবায়নে শিশুবন্ধু প্লার্টফর্ম সদস্য এবং বাংলাদেশ শিশু একাডেমী সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।
আয়োজনের সমাপনী বক্তব্যে সভাপতি সাজেদুল ইসলাম শাহেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এসডিএস এর নির্বাহী প্রধানকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল সহ এনসিটিএফ এর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষনা করেন।

| শুভ ঘোষ |
শিশু সাংবাদিক (ছেলে)
এনসিটিএফ, শরিয়তপুর