এনসিটিএফ মাদারীপুরের ৯১ নং দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন

গত ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), মাদারীপুর জেলা কমিটির নেতৃত্বে মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠান “৯১ নং দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়” পরির্দশন করা হয়। পরিদর্শনকালে এনসিটিএফ সদস্যরা বিদ্যালয়ের শিক্ষকের সাথে বিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে, প্রতিটা কক্ষ পরিদর্শন করে এবং শিশুদের নিয়ে একটি শিশু অধিকার সচেতনতা মূলক আলোচনা করে।

পরিদর্শন কালে প্রাপ্ত সমস্যা:

* বিদ্যালয়ে শিক্ষক স্বপ্লতা রয়েছে তাই দুটি শিফটে ভাগ করে ক্লাস করানো হয় স্বল্প সময়ে ।

* মাল্টিমিডিয়া ক্লাস এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে তবে প্রজেক্টর এখনও পায় নি।

* রাস্তার পাশে বিদ্যালয় হওয়া স্বত্ত্বেও দেয়াল নেই ফলে যেকোনো সময়ে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

পরিদর্শন কালে প্রাপ্ত সুফল:

* স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ছেলে মেয়ে আলাদা আলাদা।

* স্বাস্থ্যসম্মত খাবার পানির ব্যবস্থা রয়েছে।

* শিক্ষকরা ঠিকমত ক্লাস নেয় এবং শিক্ষার্থীরাও সন্তুষ্ট।

* বিদ্যালয়ে খোলার মাঠ ও খেলার উপকরণ রয়েছে ঠিক মত।

* ক্লাস রুম, ফ্যান,লাইট পর‌্যাপ্ত রেয়েছে।

অদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা সাবিনা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ভালো তবে অভিবাবকদের সচেতনতা প্রয়োজন। আরও জানান বিদ্যালয়ের দেয়ালের জন্য কাজ শুরু হয়েও আবার বন্ধ হয়ে গিয়েছে তাই তিনি এসিটিএফ এর মাধ্যমে আবার কাজ শুরু হরে বলে প্রত্যাশা করছেন।

ফাহমিদা মেহবুব নয়না
সভাপতি,
মাদারীপুর জেলা এনসিটিএফ