গাইবান্ধায় বিজয় দিবসে সুবিধাবঞ্চিত ও হরিজন শিশুদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সুবিধা বঞ্চিত, বিহারী ও হরিজন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় গত (১৬ ডিসেম্বর), রবিবার বিকেলে স্থানীয় জুম বাংলাদেশ স্কুলের সুবিধাবঞ্চিত এসব শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে উল্লেখ যোগ্য ছিলো ছেলে শিশুদের অংশগ্রহণে ‘কে মানিক আনতে পারে’, ‘বুদ্ধি যাচাই’ ও ‘দেশের গান’, মেয়ে শিশুদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, বুদ্ধি যাচাই ও কবিতা-আবৃত্তি। এছাড়াও অভিভাবকদের জন্য ছিলো বালিশ বর্জন ও জুম ভলান্টিয়ার্স ও এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা।
প্রতিযোগিতায় সর্বমোট ৬৫ জন শিশু অংশগ্রহণ করে।
পরে এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তরের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গাইবান্ধা শহীদ স্মৃতি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ শামসুজ্জোহা আলম। এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি, মোঃ তাওহীদ তুষার, মনির হোসেন মিলন, রকিবুদ্দৌলা রনি, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদ হাসান পলক, বিদ্রোহ সরকার, মনিরা ফেরদৌস, জুম বাংলাদেশ স্কুল, গাইবান্ধা শাখার মেহেদী হাসান, আলিফ রহমান বিজয়, নিশাদ বাবু, এনটি স্বরণ, রিয়ামনি, সাকু মিয়া প্রমুখ।