লালমনিরহাট জেলা এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

লালমনিরহাট জেলা এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলার আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এ্যাডভোকেসী, নিউজলেটার প্রকাশনা, লিডারশিপ, ইনক্লুশন ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষনের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য ১১ ও ১২ ডিসেম্বর ২০১৮ দুইদিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষন কর্মশালায় জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্য অংশগ্রহন করে। ১১ ডিসেম্বর সকাল ৯ টায় আয়োজনটির উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব তুহিনুর রহমান। সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল কর্তৃক উক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ভলান্টিয়ার রায়হান হোসেন রনি প্রশিক্ষনটিতে ফ্যাসিলিটেটরের দ্বায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালাটির প্রথম দিনে একাধিক সেশনে অধিকার, শিশু অধিকার, শিশু অধিকার সনদ, শিশু অধিকার সনদের মূলনীতি, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুর অংশগ্রহন, লিডারশিপ, এডভোকেসী, এনসিটিএফ অপারেশন সম্পর্কে মুক্ত আলোচনা করা হয়। এবং ২য় দিনের শুরুতেই প্রথম দিনের অধিবেশনগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনার পাশাপাশি সংবাদ, সাংবাদিকতা ও সাংবাদিকের কাজ নিয়ে আলোচনা করা হয়। এরপর সদস্যরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিউজলেটারের ডামি তৈরি করেন। পরবর্তী সেশনে শিশু পরিস্থিতি মনিটরিং ও গল্প লেখা বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটিতে অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা অংশগ্রহন করে। সবশেষে দুই দিন ব্যাপী প্রশিক্ষনের পুনঃলোচনা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করেন জেলা এনসিটিএফ এর সভাপতি কারিমুস সেলিম ইমন।