অনুষ্ঠিত হল শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা:

২৩ জুন সকাল ১০ টায় এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার আয়োজনে সিভিল সার্জনের সভা কক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৩০ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৮ সমস্যা এবং ০৮ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা সিভিল সার্জন। তিনি আরো বলেন তোমাদের নিকট থেকে আসা স্বাস্থ্য বিষয়ে তিনটি সমস্যা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। শিশু ওয়ার্ডে আরো বড় হবে, বাড়বে বেডের সংখ্যা, সিভিল সার্জনের সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন সরবারহ করার পরিকল্পনা আছে আমাদের, চলতি বছরেই চেষ্টা করবো বহিরাগত শিশুরোগীদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা। তোমাদের সুপারিশগুলো আমরা অতি ‍গুরুত্ব দিয়ে দেখা হবে। এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট সদস্য নিশাদ সাফাত সৃষ্টির এক প্রশ্নের জবাবে উপ-পরিচালক জেলা সমাজসেবা বলেন আমি আজকেই অফিসে গিয়ে সরকারি বালিকা শিশু সদনে স্যানাটারি ন্যাপকিনের পর্যাপ্ত ব্যবস্থা করবো। টয়লেট সংস্কারের ব্যবস্থা করবো। এনসিটিএফকে ধন্যবাদ আমাকে বিষয়টি অবগত করার  জন্য। অন্যদিকে সহকারী শিক্ষা অফিসার বলেন” শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহারের যে ভয়াবহ চিত্র তোমরা তুলে ধরেছ তার বিপরীতে তোমাদের সুপারিশ অনুযায়ী আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারো চিঠি প্রেরণ করবো। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আবু মো: খয়রুল কবির, সিভিল সার্জন, ঠাকুরগাঁও। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু বক্কর, উপ – পরিচালক সমাজসেবা অধিদপ্তর, মো: রফিকুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার, মো হুমায়ন কবির পরিদর্শক, জেলা শিক্ষা অফিস ও মো: জবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঠাকুরগাঁও। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোঃ পয়গাম আলী, সভাপতি ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও।