এনসিটিএফ সদস্যদের হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করে।

গত ০৭ অক্টোবর শনিবার দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৫ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত।

এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় যাদের অধিকাংশই ARI রোগে আক্রান্ত।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের নার্সরা রোগীর স্বজনদের সাথে খারাপ আচারণ করেন, অধিকাংশ ঔষধ বাহির থেকে কিনতে হয়। এছাড়া তারা আরও জানান দিনে দুইবার ডাক্তার ভিজিট করেন। 

পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডে পরিবেশ নোংরা পাওয়া যায়। এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য অনুরোধ জানায়। এসময় রোগির স্বজনেরা জানান ময়লা রাখার জন্য নির্দিষ্ট কোনো ঝুড়ি নেই।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মোঃ শাহীনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রতিটি রোগীর ময়লা ফেলার জন্য একটি করে গামলা রয়েছে। তারপরেও শুকনা ময়লা ফেলার জন্য ঝুড়ির ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিদিন দুইবার ওয়ার্ড ঝাড়ু দেয়া হয়। তিনি আরো জানান, শিশু ওয়ার্ডের ব্যাপারে এনসিটিএফ সদস্যদের কোনো অভিযোগ, পরামর্শ বা সুপারিশ থাকলে আমরা তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করবো। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সহ সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক মশিউর রহমান মুছা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার সহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ।