গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ 

‘শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্যকে ঘিরে বিশ্ব শিশু দিবস (২ অক্টোবর) উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিকূল আবাহাওয়ার কারনে র‍্যালিটি বিকাল ৪ টায় গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গনে করা হয়। র‍্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপ-পরিচালক জেলা সমাজ সেবা মোঃ এমদাদুল হক প্রামাণিক প্রমুখ।
গাইবান্ধা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষারের পরিচালনায় শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমা। 
শেষে সরকারি শিশু পরিবার বালিকার শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এনসিটিএফ শরীয়তপুর এ সামাজিক দায়িত্ব ও শিশু অধিকার পর্যবেক্ষণের উপর প্রশিক্ষণ

এনসিটিএফ শরীয়তপুর এর কমিটি এবং সাধারণ সদস্যদের অংশগ্রহণে সাবেক শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ এর অকালমৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক পালনের মাধ্যমে ২৯ শে ও ৩০ শে সেপ্টেম্বর এনসিটিএফ শরীয়তপুর এর সচিবালয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় “সামাজিক দায়িত্ব ও শিশু অধিকার পর্যবেক্ষণ” এর উপর প্রশিক্ষণ। দুই দিনের এই প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল রুমন। তিনি উক্ত দু’দিনের এই প্রশিক্ষণে বিনোদন মূলক আয়োজনের সাথে শিশুদের প্রতি সামাজিক দায়িত্ব ও শিশু অধিকার পর্যবেক্ষণ এবং এর সাথে সম্পৃক্ত বিষয় সমূহ কমিটি, সাধারণ সদস্য এবং সকলের করনীয় নিয়ে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। 
উক্ত প্রশিক্ষণ এনসিটিএফ শরীয়তপুর এর আগামী সময়ের কর্মকান্ডগুলোতে বিশেষ ভাবে সহায়তা করবে বলে সবাই আশা প্রার্থী, তাই উক্ত প্রশিক্ষণ আয়োজনের জন্য সবাই ধন্যবাদ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণটি বাংলাদেশ শিশু একাডেমী শরীয়তপুর, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সম্পন্ন করা হয়।
[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]