মেয়েদের ইচ্ছা থাকলেও উপকরণ এবং মাঠের অভাবে খেলতে পারছে না

এনসিটিএফ ঠাকুরগাঁওঃ
স্কুলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বেশ ভাল আমানত উল্লাহ স্কুল এন্ড কলেজের। তবে মেয়েদের বিনোদনের তেমন কোন ব‌্যবস্থা নেই প্রতিষ্ঠানটির। গত ২৪ সেপ্টেম্বর এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গেলে উঠে আসে বিষয়গুলো। শেষ ফেব্রুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কিছু খেলার উপকরণ দেখলেও পরে তার কোন হদিস বা তার ব‌্যবহারের কোন সুযোগ পায়নি তারা। এছাড়া দীর্ঘদিনের পড়ে থাকায় অকেজো খেলার উপকরণ দিয়ে খেলতে না পারায় অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছে। দিনে প্রায় ৭ ঘন্টায় স্কুলে যাদের সময় কাটাতে হয় যেখানে তাদের জন‌্য কোন প্রকার খেলার উপকরণ না থাকা দুঃখজনক বিষয় হিসেবে বলেছেন শিক্ষার্থীদের অভিভাবক। পড়াশোনার পাশাপাশি মেধাবিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ছেলেরা এই সুযোগ বাড়িতে বা স্কুলে পেলেও এখনো মেয়েরা অনেক পিছিয়ে। বাড়িতে সুযোগ না পেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেয়েদের জন‌্য পর্যাপ্ত খেলার উপকরণ ব‌্যবস্থা এবং তা ব‌্যবহারের পর্যাপ্ত সুযোগ দেবার কথা বলে শিক্ষার্থীরা। এ সময় এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস‌্যবৃন্দ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী উপস্থিত ছিলেন।