হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন

১১-০৫-১৭ ইং রোজ বৃহঃস্পতিবার কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা কিশোরগঞ্জ সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ড ও শিশু ওয়ার্ড  পরিদর্শন করে। পরিদর্শনে গিয়ে হাসপাতালের ডাক্তার ও ভর্তিকৃত রোগীদের কাছ থেকে এখানকার বর্তমান চিকিৎসা ব্যবস্থা, সুবিধা ও অসুবিধা সমূহ জানা যায়। শিশু বিশেষজ্ঞ  ডাক্তারদের চেম্বারে প্রচুর ভিড় হওয়ার কারনে রোগীদের অনেক ভুগান্তিতে পরতে হচ্ছে। পর্যাপ্ত পরিমান জায়গা এবং ডাক্তারের অভাবে এই অসুবিধার সৃষ্টি হয়েছে। নবজাতক ওয়ার্ড পরিদর্শন করে জানা যায় যে, সেখানে মাত্র ১০ টি সিট রয়েছে কিন্তু ভর্তিকৃত রোগী ৩০ জন। প্রতি সিটে ২ বা ৩ জন করেও রোগী থাকতে হচ্ছে। এতে করে তাদের থাকার সমস্যা সহ কম জায়গায় বেশি রোগী হওয়ার ফলে ডাক্তারা ঠিকমত চিকিৎসা দিতে পারছেন না। স্পেশাল কেয়ার ইউনিটেও এই অবস্থা পরিলক্ষিত হয়েছে।  শিশু ওয়ার্ডে শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান এক শিশুর মা। তিনি বলেন যে, তার শিশুর ফুসফুসের রোগ ধরা পরেছে এবং তারা ৪ দিন যাবত শিশু ওয়ার্ডে ভর্তি। নার্সরা সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে এবং ডাক্তারগন দিনে এক বার সব রোগীদের দেখতে আসেন। হাসপাতাল থেকে বিনামূল্যে কিছু ইনজেকশান দেওয়া হলেও বেশিরভাগ দরকারি ঔষধ নিজেদের কিনে নিতে হয়।

এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত

০৮-০৫-১৭ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হয়ে গেল কিশোরগঞ্জ এনসিটিএফ এর মে মাসের মাসিক মিটিং। মিটিংয়ে কিশোরগঞ্জ এনসিটিএফ এর সকল সদস্য উপস্থিত ছিলেন। মিটিংয়ের মূল বিষয় ছিল কিশোরগঞ্জ সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন। মিটিংয়ে পরিদর্শনের তারিখ ঠিক করা হল।

মেহেরপুরে মোবাইল ভিত্তিক হেল্পডেক্স প্রশিক্ষণ

২৬ শে এপ্রিল মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পর্যায়ে সর্বস্তরের জনগনের জন্য মোবাইল ভিত্তিক হেল্পডেক্স প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জানাব পরিমল সিংহ। প্রশিক্ষণটিতে সরকারি বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ এনসিটিএফ মেহেরপুর এর সদস্য সাব্বির হায়াত, মীর আবদুল্লাহ কাওসার, মাহমুদা সিদ্দিকা, এশিতা আফরিন তৃষা, মুস্তাফিজুর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ও হাসান মাহমুদ অংশগ্রহন করেন।     
প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, এনডিসি রামানন্দপাল, সহকারী কমিশনার দেলোয়ার হোসেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ, পাট কর্মকর্তা মহাসীন শিকদার।

এনসিটিএফ রাঙামাটির উদ্যোগে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

০৫-০৫-১৭ইং শুক্রবার বিকেলে রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটির উদ্যোগে “শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” স্লোগানকে সামনে রেখে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল এতে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ এর আজীবন সদস্য মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, এনসিটিএফ সারা বাংলাদেশে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিণির্মানে কাজ করছে এনসিটিএফ। তিনি আরো বলেন, এনসিটিএফ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সমাজের এই জনগোষ্ঠিকে মুল ধারার সাথে একই কাতারে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে।

মে দিবসে কর্মজীবী শিশুদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করলো এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ

আন্তর্জাতিক মে দিবস  উপলক্ষে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল স্টেশন সংলগ্ন বস্তির কর্মজীবী শিশুদের নিয়ে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটি। এ সময় শিশুশ্রম বন্ধ এবং এর কুফল সম্পর্কে শিশুদের অভিভাবকদের সাথে উঠন বৈঠক করে এনসিটিএফ। এরপর আয়োজন করা হয় কর্মজীবী শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। তিনটি প্রতিযোগিতায় সর্বমোট ৪০ জন শিশু অংশগ্রহন করে। চকলেট দৌড়, মিউজিক বল এবং মোড়গ লড়াই খেলায় শিশুদের আনন্দের সীমা ছিল না। চকলেট দৌড় খেলায় পরশ, ইয়াসিন, সুলতান যথাক্রমে ১ম, ২য় এবং ৩য়, মিউজিক বল খেলায় শ্রাবণ, তমা, ফয়সাল  যথাক্রমে ১ম, ২য়, ৩য় এবং মোরগ লড়াই খেলায় নিশান, রায়হান ও অন্তর যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় হয়। খেলার শেষে সবাইকে চকলেট বিতরণ এবং বিজয়ীদের পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে তা জানিয়ে দেওয়া হয়। শিশুরা সবাই এধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত।

এনসিটিএফ পাবনা জেলায় ছোটদের সাথে বড়দের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

গত ১১ই এপ্রিল ২০১৭ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) পাবনা কর্তৃক শিশুদের সাথে বড়দের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত  হয়। এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহফুজ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ পাবনার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল রহিম লাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আতিয়ুর রহমান উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার, জেলা প্রশাসনের কার্যলয় পাবনা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. একেএম শওকাত আলী খান, সহযোগী অধ্যাপক (সমাজ বিজ্ঞান বিভাগ) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, প্রবীন সাংবাদিক ও বিটিভি ওয়াল্ডের পাবনা প্রতিনিধি জনাব আব্দুল মতিন খান, প্রাক্তন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব এনামুল হক খান মজলিশ, বাংলাদেশ শিশু একাডেমি পাবনার জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মতিউর রহমান শাহ এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা পাবনা জেলার শিশু অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে। তার মধ্যে প্রাধান্য পায় বাল্যবিবাহ, শিশু শ্রম, ইভটিজিং, মাদকসেবন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সুপারিশ মালা আমন্ত্রিত অতিথিদের কাছে তুলে ধরে। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে জানান সুপারিশ মালা খুব শীঘ্রই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হবে এবং যথাযথ সিদ্ধান্ত গৃহীত হবে। মুখোমুখি সংলাপ অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ের শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‍্যালী করা হয়। আমন্ত্রিত অতিথি ছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার সুমনা শিল্পী, জেলা ভলান্টিয়ার হুমায়ন কবির সহ এনসিটিএফ পাবনা জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়হান হোসেন পিয়াস, শিশু সাংবাদিক, এনসিটিএফ, পাবনা।

সারবাটী ও ধানখোলা ইউনিয়ন এনসিটিএফ কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

গত ২৭ শে এপ্রিল মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি (পিএসকেএস) এর গাংনী উপজেলা কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাংনী সারবাটী ও ধানখোলা ইউনিয়ন কার্যনির্বাহি কমিটির সদস্যদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং স্থানীয় সরকার ব্যবস্থা, বাজেট সভা, বাজেট মনিটরিং, অভিযোগ ও সাড়া প্রদান বিষয়ক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটিতে উক্ত বিষয়াদীর আলোকে এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার ও শিশু অধিকার সনদের  বিষয় সমুহকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও তাদের জীবন দক্ষতার বিভিন্ন উপাদান সমূহ আলোচনা করা হয়। শিশুদের দলীয় অংশগ্রহনে এনসিটিএফ এর বিভিন্ন শাখা প্রশাখা ও লক্ষ্য, অর্জন সমূহ সেই সাথে সভা পরিচালনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমুহ নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো করা হয়। সবশেষে শিশু বান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ এর উন্নয়ন সমন্বয় সভায় এনসিটিএফ সদস্য/প্রতিনিধিদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও প্রতিবেদন করার প্রক্রিয়ার মাধ্যমে ইউনিয়ন এর দায়িত্ব বাহকদের  সাথে পর্যবেক্ষণ প্রতিবেদন এর আলোকে মতবিনিময় করা ও বাজেট সভায় শিশুদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য এনসিটিএফ সদস্যদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা  হয়। প্রশিক্ষণটিতে মোট ২১ জন প্রশিক্ষণার্থী ও উপজেলা ভলান্টিয়ার অংশগ্রহন করেন। দিন ব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা  করেন সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও প্রশিক্ষণটি পর্যবেক্ষন করেন পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার জনাব হুসনা বানু রানী এবং জনাব আবুল কালাম আজাদ- উপ পরিচালক পিএসকেএস  দিনশেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন যাচাইয়ের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি করেন।