এনসিটিএফ পাবনা জেলায় ছোটদের সাথে বড়দের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

গত ১১ই এপ্রিল ২০১৭ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) পাবনা কর্তৃক শিশুদের সাথে বড়দের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত  হয়। এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহফুজ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ পাবনার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল রহিম লাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আতিয়ুর রহমান উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার, জেলা প্রশাসনের কার্যলয় পাবনা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. একেএম শওকাত আলী খান, সহযোগী অধ্যাপক (সমাজ বিজ্ঞান বিভাগ) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, প্রবীন সাংবাদিক ও বিটিভি ওয়াল্ডের পাবনা প্রতিনিধি জনাব আব্দুল মতিন খান, প্রাক্তন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব এনামুল হক খান মজলিশ, বাংলাদেশ শিশু একাডেমি পাবনার জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মতিউর রহমান শাহ এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা পাবনা জেলার শিশু অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে। তার মধ্যে প্রাধান্য পায় বাল্যবিবাহ, শিশু শ্রম, ইভটিজিং, মাদকসেবন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সুপারিশ মালা আমন্ত্রিত অতিথিদের কাছে তুলে ধরে। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে জানান সুপারিশ মালা খুব শীঘ্রই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হবে এবং যথাযথ সিদ্ধান্ত গৃহীত হবে। মুখোমুখি সংলাপ অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ের শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‍্যালী করা হয়। আমন্ত্রিত অতিথি ছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার সুমনা শিল্পী, জেলা ভলান্টিয়ার হুমায়ন কবির সহ এনসিটিএফ পাবনা জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়হান হোসেন পিয়াস, শিশু সাংবাদিক, এনসিটিএফ, পাবনা।