গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ তাওহীদ তুষার: জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর আয়োজনে এনসিটিএফ জেলা ও স্কুল কমিটির সদস্যদের অংশগ্রহণে দক্ষতা উন্নয়ন শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
২৩ মে, মঙ্গলবার জেলার পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ গাইবান্ধা এর সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন।
সকাল নয়টায় প্রশিক্ষণ কর্মমালা শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। এতে জেলা কমিটির ও পাঁচটি স্কুল কমিটির সর্বমোট ৬০ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণ প্রদান করেন এনসিটিএফ গাইবান্ধা এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও সাবেক শিশু সাংবাদিক মারফিয়া সিলভী।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের শিশু সাংবাদিকতা, শিশু গবেষণা, আইসিটি, জীবন দক্ষতা ও এনসিটিএফ অপারেশন বিষয়ে হাতে-কলমে ধারনা প্রদান করা হয়।