এনসিটিএফ কিশোরগঞ্জ এর হাওড় এলাকা পরিদর্শন

১৩-০৫-১৭ ইং রোজ শনিবার কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা হাওর এলাকা পরিদর্শন করে। কিশোরগঞ্জের আশে পাশে বেশ কিছু উপজেলায় অতিরিক্ত বৃষ্টির কারনে বন্যা দেখা দেয়। এমনি একটি হাওড় এলাকা নওগাঁ ও কিশোরগঞ্জ জেলা। এখানে বন্যা জনিত কারনে অনেক মানুষ গৃহহীন হয়েছে। অনেকের জমির ফসল নষ্ট হয়ে সর্বহারা হয়ে গেছেন। ক্ষতিগ্রস্থ মানুষদের কাছ থেকে জানা যায়, দুই বছর আগে বন্যার কারনে এখানকার প্রাইমারি স্কুলটি ভেঙে যায়। নওগাঁ এর চেয়ারম্যান স্কুলের জন্য বিল্ডিং তৈরি করবেন বলে কথা দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি। এর ফলে শিশুরা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে যাচ্ছে।  আরও একটি বড় সমস্যা দেখা দিয়েছে শিশুদের চিকিৎসা ক্ষেত্রে। এখানে কোনো হাসপাতাল নেই। বন্যার কারনে পরিষ্কার বিশুদ্ধ পানিরও অনেক অভাব হচ্ছে। নওগাঁ পুরো এলাকাটি পরিদর্শন করে জানা গেল যে, এখানকার শিশুরা প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এমনকি খাবারের পর্যাপ্ত অভাবে রয়েছে। এখানকার শিশুরা  বর্তমান সময়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে। এই নওগাঁ এলাকার মত আর কত এলাকাই না রয়েছে ভাটি অঞ্চলে। আর সেসব এলাকাতে আর কত শিশুই না তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের ওই করুন মুখগুলো দেখলেই বোঝা যায় সত্যিই ভালো নেই এখানকার শিশুরা।