কুড়িগ্রাম এনসিটিএফ এর বাল্য বিবাহ প্রতিরোধ ও জেলা শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা

০৮ ডিসেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কার্য-নির্বাহী কমিটির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ও জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও Stop Child Marriage Project এর সহকারী প্রকল্প পরিচালক জনাব আব্দুল ওয়ারেছ আনসারী এনসিটিএফ সদস্যদের সাথে আলোচনা করেন। তিনি বলেন,“বাল্য বিবাহ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় একটি পাইলট প্রকল্প গ্রহন করা হয়েছে। যার মাধ্যমে বিবাহ নিরোধকল্পে বর-কনের জন্ম ও বয়স সংক্রান্ত অথেনিটিকেট তথ্য ব্যবহারে রেজিস্ট্রারগণকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবে। *১৬১০০# ডায়াল করে বা ১৬১০০ তে এসএমএস করে বর-কনের বয়স যাচাই করতে হবে এবং তারপর কাজীগণ বিয়ে রেজিস্টার করতে পারবেন। তিনি আরো বলেন ,কোথাও বাল্য বিয়ে বা কোনো প্রকার অনিয়ম ঘটলে আমাকে জানাতে পারেন অথবা ১৬১০০ তে ফোন করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।”শিশু অধিকার বাস্তবায়নে এনসিটিএফ এর সহায়ক ভূমিকা এবং শিশুদের পাশে নিয়ে কাজ করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী, সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারন সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, শিশু গবেষক লুবনা আফসারী, স্কুল কমিটির সদস্য সাদমান সালামুন,জেলা ভলান্টিয়ার মোফছেনা সুলতানা, ফারজানা ইয়াসমিন মৌসুমি প্রমুখ।