এনসিটিএফ কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : গত ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ অামাদের পরবর্তী কার্যক্রম ২৯ তারিখে ডিসি অফিসের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও মানববন্ধন বিষয়ে অালোচনা করা হয়।

বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন

বাল্য বিবাহ ও শিশুদের উপর নানা নির্যাতনের প্রতিরোধে জয়পুরহাটে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সোমবার এক সংবাদ সম্মেলন করে। জেলা শিশু একাডেমী মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফারজানা আক্তার লাবনী। সংবাদ সম্মেলনে এনসিটিএফ এর কার্যবিবরনি ছাড়াও জয়পুরহাটে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বাল্য বিবাহ ও স্কুল শিক্ষক কর্তৃক দুইটি শিশু শিক্ষার্থী যৌন হয়রানির শিকারের বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ.দা) আখতারুল হায়দার, ওয়াল্ড ভিশন শিক্ষা প্রকল্পের কর্মকর্তা ড্যানিস তপ্ন, এনসিটিএফ এর সেন্ট্রাল ইউথ ভলান্টিয়ার নূসরাত জাহান বৃষ্টি, জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সভাপতি আল আমিন হিরা, সালেহুর রহমান সজিব প্রমুখ।