বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিত করন সম্পর্কে ক্যম্পেইন

খুলনায় বাল্যবিবাহ প্রতিরোধ,  শিশু নির্যাতন ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিত করন সম্পর্কে ক্যম্পেইন শুরু হল আজ, চলবে মাসব্যাপি। আজ সকালে খুলনা এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যরা খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল পরিদর্শনে যায়।  সেখানে তারা  এনসিটিএফ এর কর্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং  বাল্যবিবাহ ও শিশু নির্যাতনে করনিয় দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।  প্রায়  ৩৫০ জন শিক্ষার্থী এই ক্যম্পেইন উপস্থিত ছিলেন এবং তারা তাদের মতামত, সুবিধা – অসুবিধা সম্পর্কে আলোচনা করে এনসিটিএফ সদস্যদের সাথে । এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন – এইচ এম লিটন হাওলাদার ( সভাপতি) , দীপন দে ( সাংঘঠনিক সম্পাদক) , ইমাম আবু জুবায়ের (চাইন্ড পর্লামেন্ট  ছেলে),  তিথি (চাইল্ড পার্লামেন্ট মেয়ে),  সাজিদ হাসান সাজিদ (শিশু গবেষক ছেলে),  সানজিদা ইসলাম (শিশু গবেষক মেয়ে) , খুলনা এনসিটিএফ। এ ছাড়াও উপস্থিত ছিল – মিদুল ইসলাম মৃদুল (উপদেষ্টা),লায়লা আক্তার সিগ্ধা (ডিষ্টিক ভলেন্টিয়ার) খুলনা এনসিটিএফ। স্কুলের প্রধান শিক্ষক  টি এম ছানাউর রহমান বলেন – এনসিটিএফ এর যেকোন কাজে তার স্কুলের শিক্ষার্থীদের সতস্ফুর্থ অংশগ্রহনে কোন বাধা প্রদান করা হবে না।

রাজশাহী এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৩০ এবং ৩১ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন অংশগ্রহন করে। ৩০ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী এবং ৩১ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিনিয়া বিনতে জাহিদ মৌরিন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, রাজশাহী । প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।