খুলনা জেলা এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৫ ও ৬ সেপ্টেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল খুলনা জেলা এনসিটিএফ কতৃক আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় “শিশু অধিকার, রাজনৈতিক সহিংসতা, জীবন দক্ষতা এবং এনসিটিএফ অপারেশন সম্পর্কিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল আলম। কর্মশালায় ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম মিদুল, সেন্টার ইউথ ভলেন্টিয়ার (CYV) সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় জীবন দক্ষতার,  শিশু অধিকারের নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।

[NCTF Khulna district committee received a capacity building training at 5 & 6 September 2016 on “Basic of child rights, life skills, political violence to children and regular NCTF operation”. Mr. Abul Alam, the District Children Affair Officer of Khulna was present the first day of two days training. Total of 20 NCTF members have been capacitated by the training. The Central Youth Volunteer (CYV) of Save the Children, Mridul Islam was present as an instructor of the training. Among other, the participants also learnt on how to say no in case of engaging political activity against their best interest.]