শিক্ষা উপকরণ বিতরণ উৎসব পর্ব-০১(Feast of educational materials distributed – 01)

এনসটিএফ শেরপুর জেলা সর্বদা ব্যতিক্রমতা নিয়েই শিশুদের সামনে হাজির হয়।আজ সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।কি করা যায়, এমনটা ভাবেতই এমন শিশুদের জন্য কিছু করতে ইচ্ছে করল, যাদের বন্ধুত্ব তাদের পড়াশোনার প্রতি । তাই শেরপুর জেলার মেধাবী কিছু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জেলা এনসিটিএফ এর বার্ষিক মুখপত্র ‘শিশু স্বপ্ন’ তুলে দেয় এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।হাতে নতুন বই খাতা ও শিক্ষার আরও নানা উপকরণ পেয়ে কোমল এই শিশুরা খুব খুশি হয় !
আসুন শিশুদের মুখে হাসি ফোটানোর এই কাজে যোগদান করি সবাই, সামান্য কিছু অবদান বদলে দেবে সমগ্র বাংলাদশের রূপরেখা।

জেলা কমিটির পক্ষে-
দূর্জয় সরকার তীর্থ
সভাপতি,
এনসিটিএফ, শেরপুর

গাইবান্ধা এনসিটিএফ এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত আগষ্ট জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন মোঃ আশিকুর রহমান শাওন। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
। আগামী ১০ আগষ্ট শিশুদের সাথে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাত।
কার্যনিবাহী কমিটির অনিয়মিত সাধারন সম্পাদকের পদ পরিবর্তন।
সুন্দরগন্জ উপজেলার সরকারি বালক বালিকা বিদ্যালয়ে সদস্য সংগ্রহ স্কুল কমিটি গঠন।
কার্য নির্বাহী সদ্যদের বিশেষ প্রশিক্ষনের সময়সূচি নির্ধারণ।
কার্যনিরবাহী সদস্যদের টি শার্ট প্রদানের ব্যবস্থা করা।
৬। আইডি কার্ডের আংশিক পরিবর্তন।
জেলার শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য জরিপ ক্যাম্পেইন জেলা প্রশাসকের সহযোগিতা সাপেক্ষে শুরু হবে।

এনসিটিএফ রংপুর এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত (The monthly meeting of NCTF Rangpur was held in August)

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলা শাখার মাসিক সভা গত ০৫ আগষ্ট সকাল ১০ টায়  জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় এনসিটিএফ সভাপতি আবিদ আল মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইমরান আলী ভূইয়া, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলা ভালান্টিয়ারগণ। সভায় গুরুত্বপূর্ন কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
১. বৃক্ষ রোপন অভিযান ২০১৬ পালন।
২. নতুন জেলা ভলান্টিয়ার ছেলে নিয়োগের সুপারিশ বিষয়ে সিন্ধান্ত।
৩. স্কুল পরিদর্শন এবং সদস্য সংগ্রহ
৪. বনোভজন

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলো এনসিটিএফ রাজশাহী (NCTF Rajshahi gave up teaching materials to underprivileged children )

গত ০১ আগষ্ট এনসিটিএফ রাজশাহী জেলার সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ গ্রুপ পরিচালিত পথজীবী শিশুদের নিয়ে স্কুলের  মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । রাজশাহী জেলা এনসিটিএফ শিশুদের শিক্ষায় সহযোগিতা করার লক্ষ্যে একটি করে খাতা এবং  একটি করে কলম প্রদান করে। ০১ আগষ্ট বিকাল ০৩ ঘটিকায় এনসিটিএফ  কর্যনির্বাহী কমিটি এবং জেলা ভলা্ন্টিয়ারগণ এই সময় উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৯ মে  ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার  জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় ।

সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন,  হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, শাহহেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপরাজিতা ভট্টাচার্য, সেন্ট্রাল ইয়ূথ ভলান্টিয়ার আব্দুল্লাহ যোবায়ের,  শিশু একাডেমীর লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, চৈতী দত্ত , সহকারী জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , রোমেনা প্রমুখ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সদর হাসপাতাল পরিদর্শণ আগামী সপ্তাহে  অনুষ্টিত হবে।কাশিনাথ আলাউদ্দিন কলেজে রবিবারে স্কুল কমিটি করা হবে।  সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার সভাপতি তারেক আজিজের  সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।

শিশু নির্যাতনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এনিসিটিএফের মানব্বন্ধন ও র‍্যালী (NCTF Chittagong arranged a ‘MANAB BANDHAN & RALLY’ against child abuse)

শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান।

সারাদেশে শিশু নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে মানব্বন্ধন করেছে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) চট্টগ্রাম জেলা। নগরীর পাচলাইশ এলাকাস্থ প্রবর্তক মোড়ে অনুষ্ঠিত মানব্বন্ধনে এনসিটিএফ সভাপতি শাহরিয়ার তামিম সৌরভের সভাপতিত্বে উক্ত মানব্বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারগিস সুলতানা, শিশু সংগঠক, বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম। মানব্বন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশে যেভাবে শিশু নির্যাতন ও শিশু হত্যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে দেশ হারাবে সম্ভাবনাময়ী দেশের কান্ডারীদের। আমরা এসব হত্যা কান্ডের সৌরভ বলেন, আমরা শুধু প্রশাসনকে এসব নির্যাতনের জন্য দায়ী করে থাকি। কিন্তু এ ব্যাপারে আমাদের নিজেদের মধ্যেও সচেতন হতে হবে। জাগ্রত করতে হবে মানবিক মূল্যবোধকে। আর আমরা চট্টগ্রাম এনসিটিএফ এসব নির্যাতনের বিরুদ্ধে সবাই সজাগ হওয়ার আহব্বান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সভাপতির বক্তব্য শাহরিয়ার তামিম জানাচ্ছি। উক্ত মানব্বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাত মমি, শরিফুল কাদের, জাহেদুল ইসলাম, চৈতী বিশ্বাস, তোয়াছিন আরাফাত ও আনিস। প্রসঙ্গত মানব্বন্ধনে এনসিটিএফ চট্টগ্রামের ৪ ও ১৮ নং ওয়ার্ড  কমিটি অংশগ্রহন করে।

এনসিটিএফ মানিকগঞ্জের জুলাই মাসের মাসিক মিটিং অনুষ্টিত (NCTF Manikganj monthly meeting held in July)

গত ২৭জুলাই ২০১৬ এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন এনসিটিএফ মানিকগঞ্জ জেলার সভাপতি এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো:মহিউদ্দিন রহমান সাকিব এবং এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।উক্ত মিটিং-এ বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম এর সাথে আলোচনা করা হয়।

নাটোর জেলার ৫ম বারের মত জমকালো আয়োজনে হয়ে গেল এনসিটিএফ পূনর্মিলনী

গত ২৯ জুলাই নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে এনসিটিএফ নাটোর জেলার আয়োজনে ৫ম বারের মত হয়ে গেল এনসিটিএফ পূনর্মিলনী ২০১৬। সারাদিন ব্যাপি এই আয়োজনের শুভ উদ্ধবোধন করনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো:আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিশু একাডেমী, নাটোর। ৫ম বাররে মত এই আনন্দ আয়োজনে এনসিটিএফ নাটোর জেলার প্রায় ৮০ জন সাধারন সদস্য, ৫০ জন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, দর্শক পর্ব, আনন্দ লটারী সহ নানা আয়োজনে ভরপুর ছিল সারা দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন নুসরাত জাহান বৃ্ষ্টি, মো: মোস্তাফিজুর রহমান সৈকত, সিওয়াইভি, এনসিটিএফ। পুরো অনুষ্ঠানের আয়োজনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, এনসিটিএফ নাটোর। প্রতি বছরের ন্যায় জেলা প্রশাসন থেকে এনসিটিএফ এর জন্য বিনামূল্যে আনন্দ ভবনটি ব্যবহার করতে দেওয়ায ধন্যবাদ জানানো হয়।