শিশুদের সচেতনতায় চিত্র প্রদর্শনী

IMG_6028 (1)

স্কুলভিত্তিক ওয়াস ব্যবস্থাকে উন্নতি করতে এবং এবিষয়ে সকলের সচেতনতা বাড়াতে গত ২৬ নভেম্বর ২০১৫ তারিখে ‘আইসিটি এ্যান্ড ইনোভেটিভ পাটনারশীপ প্রকল্পে’র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাভার উপজেলার ৩০ টি স্কুলের ৬০জন শিশুর আঁকা ছবি নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনসিটিএফ, ভার্ক, এমপাওয়ার, এমএমসি, সিএসআইডি  ও সেভ দ্য চিলড্রেন প্রকল্পটিতে সহযোগী হিসেবে কাজ করছে।

শিশুদের দৃষ্টিতে আগামী দিনের স্কুল ভিত্তিক ওয়াশ বাবস্থা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের ভাবনারবহিঃপ্রকাশ ঘটায় তাদের আঁকা ছবির দ্বারা। ঊক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাভার উপজেলার উপজেলা নির্বাহীকর্মকর্তা জনাব মোহাম্মাদ কামরুল হাসান মোল্লা। সভাপতিত্ব    করেন জনাব এম এ হালিম, নির্বাহী পরিচালক, ভার্ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদ উল্লাহ,উপ সহকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তর,সাভার ঢাকা। এছাড়া জনাব সুভাষ সাহা, পরিচালক, ভার্ক; জনাব মাহবুবুর রাহমান অ্যাডভোকেসি ম্যানেজার,সিএসআইডি; শিক্ষাথীদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক মণ্ডলীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভার্ক এর এরিয়াসমন্বয়কারি হেমন্ত কুমার মল্লিক।