সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের বিশেষ সভা

সিরাজুল ইসলাম আসিফ: ১৪ নভেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের সম্পন্ন হয় ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ) শরীয়তপুরের বিশেষ সভায়।  সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সভাপতি তামজীদুল ইসলাম। এছাড়াও উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন :আফরিন সুলতানা সিথী : সহ-সভাপতি,মাসুদ হাওলাদার : চাইল্ড পার্লামেন্ট মেম্বার,আলীজা আলী জেরিন : চাইল্ড পার্লামেন্ট মেম্বার ,লিজা আক্তার : শিশু গবেষক, সিরাজুল ইসলাম আসিফ : শিশু সাংবাদিক ,মুহাম্মদ বায়জিদ : উপদেষ্টা ,মিঠুন খান সাগর : জেলা ভলান্টিয়ার ,সাধারণ সদস্য : শুভ,  আসিফ ইকবাল, সভায় আলোচনার মুল বিষয়বস্তু ছিল “শিশু বার্তা” এর বিজয় সংখ্যা প্রকাশ।

সভায় এনসিটিএফ শরীয়তপুর কতৃক প্রকাশিত “শিশু বার্তা,  বিজয় সংখ্যা ” এর সম্পাদনা পরিষদ গঠন করা হয় এবং আগামী ২০ নভেম্বরের মধ্যে লেখা জমার জন্য অনুরোধ করা হয়েছে।

[শিশু সাংবাদিক,এনসিটিএফ শরীয়তপুর ]

এনসিটিএফ নরসিংদী জেলার মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : আজ এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদীস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন   এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ার এ. কে. এম সেলিম , এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা এবং এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু গবেষক সুমাইয়া আক্তার স্বর্না।

আজকের সভায় এনসিটিএফ নরসিংদী জেলার নিউজলেটার ” শিশু জমিন ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আলোচনা করা হয়।এছড়াও এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা  এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচনের ব্যাপরে আলোচনা করা হয়।  সভা এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরার সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।