Access to Government Web site

NCTF got access to publish their news in the Union Porishad web portal. Upazila Nirbahi Officer announced web access considering NCTF activities and achievements. He also said” my phone number is open for all in actions to stop Child marriage and Drug” . Beside he promised to take immediate action to stop use of mobile in class room.


                                                      বাল্যবিবাহ এবং মাদক বন্ধে যুদ্ধ ঘোষনা

হাসান মাহমুদঃ- ”মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মধ্যে যে কোন স্থানে বাল্যবিবাহ,ইভটিজিং,মাদকদ্রব্য,সহ শিশুদের উপর অত্যাচার হলে এনসিটিএফ সদস্যরা আমাকে জানালে আমি প্রতিরোধে শতভাগ ব্যবস্থা করব। আমার মোবাইল নাম্বার (০১৮২৭১১১৮৮৮)শুধু তাই নয় আজ থেকে বাল্যবিবাহ,এবং মাদক বন্ধে যুদ্ধ ঘোষনা করলাম।” মহাজনপুর ইউনিয়ন পরিষদে এনসিটিএফ এর উদ্যোগে আয়োজিত শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানিতে মুজিবনগন উপজেলা নির্বাহী অফিসার, এ ঘোষণা করেন।

চাইল্ড পালামেন্ট স্পীকার হাসান মাহমুদ এর, সঞ্চালনায় গত ১০ নভেম্বর ২০১৫ সকাল ১১ টায় মহাজনপুর ইউনিয়ন শিশুদের পরিস্থিতি নিয়ে গণ-শুনানি অনুষ্ঠানে শিশুদের উত্থাপিত বাল্যবিাহ,শিশুশ্রম,শিশুদের মাদকের প্রতিআসক্ততা,ইভটিজিং, শ্রেনী কক্ষে ক্লাষ চলাকালিন সময় মোবাইল ফোন ব্যবহার, শ্রেনী কক্ষে বৃষ্টিতে পানি পড়া, আরো উঠে আসে এনসিটিএফ দেখা গত জানুয়ারী থেকে সেপ্টেম্ববর-২০১৫ শিশু বিবাহের সংখ্যা ৪২ তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হেমায়েত উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকে আমি এনসিটিএফ আয়োজিত অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না শিশুরাও শিশুদের জন্য এত ভালো কাজ করতে পারে। বিশেষ করে এনসিটিএফ এর সাথে সম্পৃক্ত শিশুরা।”আমি তোমাদের কাজে খুবই সন্তুষ্ট তোমরা তোমাদের কাজ পরিচালনা করতে গিয়ে যে কোন সমস্যায় পড়লে আমাকে জানাবে তোমাদের পাশে থাকব।” আর আমি আশা করি শিশু অধিকার লঙ্গন যাতে কেউ না করতে পারে এর জন্য এনসিটিএফ থেকে একটি আন্দোলন গড়ে তুলবে।

এনসিটিএফ সদস্য মোহাম্মদ আলী-এর শ্রেনী কক্ষ ভাঙ্গা,এবং ক্লাস চলাকালিন সময় মোবাইল ব্যবহার বন্ধের এক প্রশ্নের জবাবে, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইজ চেয়াম্যান জনাবা মোছাঃ রুমানা খাতুন বলেন, আমি আজ অথবা কাল শিক্ষা অফিসার,উপজেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এর সমাধানের জন্য দরখাস্ত করব। যদি না হয় তবে জেলা প্রশাসক এর সাথে আলাপ করে অতি শীঘ্রই এর ব্যবস্থা গ্রহন করব।

এনসিটিএফ দাপ্তরিক কাজ পরিচালনার জন্য একটি কক্ষ বরাদ্ধের বিষয়ে, বিশেষ অতিথি মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমাম হোসেন মিলু বলেন, আজ থেকে তোমাদের জন্য একটি রুম বরাদ্ধ ঘোষনা করলাম আগামী মিটিং রেজুলেশন পাশ করে দিব।তোমরা তা এখন থেকেই ব্যবহার করতে পারবে। তোমাদের যে কোন খবর আমাদের ইউনিয়ন পোর্টালে দিলে প্রকাশ করা হবে। শিশুদের এই গণ-শুনানি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত আমি সব সময় তোমাদের পাশে থাকব।

উক্ত শুনানিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার,ইউনিয়ন পরিষদ সকল সদস্য সহ সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শান্ত মোঃ শহিদুল ইসলাম,পিএসকেএস প্রতিনিধি জামিদুল ইসলাম,উপজেলা ভলান্টিয়ার কারুন্নাহার এবং এনসিটিএফ সদস্যবৃন্দ।