সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

ফুয়াদ হাসান: গত ১৬ জুলাই,২০১৫  ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সদর হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনে “নতুন জামায় মুখে হাসি” প্রকল্পের   আওতায় দ্বিতীয় বারের মত প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়।

পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

পুলিশ সুপার মো: মিজানুর রহমান। তিনি বলেন- মানুষের মধ্যে ভাল কাজের অনুভূতিটা জন্মানো দরকার।  এনসিটিএফ শিশুদের ধন্যবাদ জানিয়ে তিনি এনসিটিএফ এর সকল কাজের পাশে থাকার আশ্বাস দেন।

শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান  এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার এবং বিশেষ অতিথি ছিলেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসসহ এনসিটিএফ এর বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ।

1 reply

Comments are closed.