রাংগামাটি জেলা এনসিটিএফের ইফতার ও শিক্ষা উপকরন বিতরণ

IMG_iftarparty2-2IMG_iftarparty3

ছালেহ আহমদ : গত ১৫ জুলাই ২০১৫ইং ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স (এনসিটিএফ) রাংগামাটি জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল, আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। সোমবার শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সাইফুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক রফিক স্মিৃতি ক্রিকেট ক্লাব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব আমজাত হোসেন নান্ট পরিচালক আলোড়ন। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ মিয়া যুগ্ন-সম্পাদক রোটারেক্ট ক্লাব অব রাংগামাটি। সভাপতিত্ব করেন এনসিটিএফ রাংগামাটির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুমতাহেনা চৌধুরী মুমু শিশু গবেষক এনসিটিএফ রাংগামাটি।
সভায় এনিসিটিএফ এর পক্ষ থেকে শিশু রাজনের নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করা হয়। পরে সকল সম্প্রদায়ের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

টাংগাইল জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার প্রতিবাদে স্মারক লিপি প্রদান

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) টাংগাইল জেলার পক্ষ থেকে শিশু রাজন হত্যার দ্রুত এবং সুষ্ঠ বিচারের দাবিতে আজ দুপুর ১:৩০ ঘটিকায়  টাংগাইল  জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা ৬৪ জেলার ন্যায় টাংগাইল  জেলা প্রশাসক মহাদয় মাহাবুব হোসেন এবং পুলিশ সুপার জনাব সালেহ মোঃ তানভীর স্যারকে স্বারকলিপি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি কাজী ফারহানা তাসমিন , সাধারণ সম্পাদক কাজী সানজিদা তাসমিন, সাংগঠনিক সম্পাদক রাহীম,যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা আনিকা,শিশু সাংবাদিক মোঃ সাকিব হোসেন,  শিশু গবেষক জাকিয়া সুলতানা,চাইল্ড পার্লামেন্ট মেম্বার কেয়া ও সাধারণ সদস্য হাসিব নাহীন,নাভিদ,অয়ন এবং জেলা ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন আরাফ আল জামান অন্বয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাংগাইলের শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম স্যার। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার স্যা্র আমাদের এই উদ্দ্যোগকে প্রশংসিত বলেছেন এবং আমাদের এই কাম্পেইনের সাথেই আছেন বলে জানিছেন।তারা এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার প্রতিবাদে স্মারক লিপি প্রদান

রাজন হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় সরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেছে মানিকগঞ্জ জেলা এনসিটিএফ কমিটি। উক্ত কর্মকান্ডে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক সাদিয়া রহমান ঝিলিক, শিশু গবেষক কাজিম ফাহিম আকাশ সহ সকল কার্যনির্বাহী সদস্যরা।
‪তৌহিদুল ইসলাম সুমন, শিশু সাংবাদিক মানিকগঞ্জ জেলা এনসিটিএফ। ‬

বগুড়ায় জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার প্রতিবাদে স্মারক লিপি প্রদান

গত কয়েকদিন বাংলাদেশের সকল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত ও ব্যাপক আলোচিতে হয়েছে সিলেট সদর উপজেলার কুমারগাও এর শিশু শেখ সামিউল আলম রাজনের (১৩) বর্বর হত্যা কাণ্ড।

রাজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সোমবার সকাল ১১টায় বগড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এনসিটিএফ বগুড়া।স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফ উদ্দিন।তিনি শিশু রাজনের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং স্মারকলিপিটি স্ব-রাস্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবে বলে এনসিটিএফ কে আশ্বস্থ করেন।

এসময় স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ বগুড়ার প্রেসিডেন্ট জাওয়াদুল করিম জীসান। এসময় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা স্বর্ণা, নূর জাহান পুস্প, মরিয়ম আক্তার, সামিঊল ইসলাম, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এম.জি সাজিদ এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

নরসিংদী এনসিটিএফর স্মারকলিপি প্রদান

শিমুল আহমেদ তরঙ্গ : সিলেটে ১৩ বছর বয়সী শিশু রাজন হত্যাকান্ডের দ্রুত ও সুস্ঠ বিচার চেয়ে আজ সারা বাংলাদেশে একযোগে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স এর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মরাষ্ট্র- মন্ত্রনালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সব জেলার মতন নরসিংদী তে ও আজ বেলা ১১:৩০ টায় এন.সি.টি
এফ নরসিংদীর সভাপতি ” তাহুয়া লাভিব তুরা ” র নেতৃত্বে জেলা কার্যানির্বাহী কমিটির সদস্যগন জেলা প্রশাসক ” জনাব আবু হেনা মোর্শেদ জামান ” এর নিকট স্মারকলিপি জমা দেয়। এসময় উপস্থিত ছিলেন এন.সি.টি.এফ নরসিংদী র ভলান্টিয়ার জনাব এ.কে.এম সেলিম ; সাথী আক্তার এবং নরসিংদী উপদেষ্টা  পরিষদের সদস্য কৌশিক ।
এরপর স্মারকলিপি র একটি কপি জেলা পুলিশ সুপার এর নিকট জমা দেওয়া হয়। এসময় তিনি বলেন, রাজন হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাতে কোন শিশুর সাথে এ  ধরনের ঘটনা না ঘটে সেদিকে তাদের কঠোর দৃষ্টি রয়েছে।

মাগুরা এনসিটিএফ জেলা প্রশাসক মহাদয়কে স্বারকলিপি প্রদান করে

আজ সকাল ১১ ঘটিকায় শিশু রাজনের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, মাগুরা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় মাগুরা জেলা প্রশাসক মহাদয়কে স্বারকলিপি প্রদান করে।
স্বারকলিপি প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহাদাৎ হোসেন মহদয়ের কাছে ।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, মাগুরা জেলার সাধারণ সম্পাদক রনজিৎ সরকার, শিশু সাংবাদিক আল মিহাদ এবং জেলা ভল্যান্টিয়ার

চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করছেন এনসিটিএফ চট্টগ্রাম জেলা

সিলেটের রাজন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করছেন এনসিটিএফ চট্টগ্রাম জেলা।

সিলেটের শহরতলীর কুমারগাঁও বাস স্টেন্ড এলাকায় গত ৮ জুলাই মিথ্যা চুরির অভিযোগে ১৩ বয়সে শিশু শেখ সামিউল আলম উরফে রাজনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
তারা স্মারক লিপির মাধ্যমে দোষীদের যুগান্তকারী শাস্তি ও প্রত্যেক শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর মাধ্যমে সরাষ্ট্র প্রতিমন্ত্রী কাছে জোর দাবী জানায়।

গতকাল ১৪ই জুলাই সকাল ১১ টায় এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি চট্টগ্রামের জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আহসান উল্লাহ হাসান, উম্মে খাইরুন, বাপ্পী দাশ, শাহরিয়ার তামিম সৌরভ, হ্যাপী, শরিফুল কাদের, তানজিয়া নওরিন ও রপি প্রমুখ।

মেহেরপুর এনসিটিএফ জেলার প্রশাসকের এর নিকট স্মারকলিপি প্রদান

আজ মেহেরপুর জেলা #NCTF কার্যনির্বাহী কমিটির সদস্যরা জেলা প্রশাসক মহাদয়কে বাংলাদেশ ৬৪ জেলার ন্যায় #সারকলিপি প্রদান করে। প্রদানকালে জেলা প্রসাশক মহাদয় এটাকে প্রধান #Issue হিসাবে কাজ করার কথা বলেন। সারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ADC General, ADC রাজস্ব, গাংনি UNO, মেহেরপুর সদর UNO সহ মেহেরপুর জেলার স্থানিয় পত্রিকার সাংবাদিকগণ। এখানে মেহেরপুর #NCTF এর কিছু Achievement উঠে অাসে যেমন, মেহেরপুর কে শিশু বান্ধব জেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয়। বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার প্রত্যয়। এবং মেহেরপুর জেলার Official web portal www.meherpur.govt.bd তে শিশুদের জন্য space রাখার

এনসিটিএফ সুনামগঞ্জের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

সিলেটে রাজন হত্যাকান্ডের সকল হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এনসিটিএফ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান।

আজ ১৪ জুলাই সকাল ১১ ঘটিকায় সিলেটে রাজন হত্যাকান্ডের সকল হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এনসিটিএফ সুনামগঞ্জের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক সুনামগঞ্জের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দেবজিৎ সিংহ (উপ-সচিব),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,এনসিটিএফ সভাপতি রাইয়্যান আলম বন্যা,সাধারণ সম্পাদক জয়ন্ত পাল,সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ,শিশু সাংবাদিক ইমণ বর্মণ,ভলান্টিয়ার সেতু রঞ্জন চৌধুরী ও জলি রায় প্রমূখ।

রাজন হত্যার যথাযথ বিচার চেয়ে নীলফামারী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করল

প্রায় ২ ঘন্টা ধরে বসে থাকার পর ডিসির সাথে সাক্ষাতের সুযোগ হয় আমাদের। সাধারন মতবিনিময় শেশে ডিসির হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার রোজী।
ডিসির আদেশক্রমে শুধুমাত্র সভাপতির সাথে স্মারকলিপি প্রদানের ছবি তোলেন ডিসি মহোদয়।