মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ

স্থানীয় তরুনদের সংগঠন মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব (এমএসএসসি) এর উদ্যোগে ২৯ জানুয়ারি ২০১৫ তারিখ সকালে লেকের পাড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রজেক্ট স্কুলিং কর্মসূচির মাধ্যমে জেলার মোট ২০টি স্কুলের ৩০০ জন দরিদ্র – মেধাবী শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেয়া হয়। এমএসএসসি ২০১৩ সালের রমজানের ঈদে প্রজেক্ট নতুন কর্মসূচির মাধ্যমে আতœপ্রকাশ করে। যে কর্মসূচির মাধ্যমে দরিদ্র শিশুদেরকে ঈদের পূর্বে নতুন জামা কিনে দেয়া হয়। সামাজিক সম্পর্ক তৈরির মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করাই এ সংগঠনের লক্ষ্য। ২০১৩ সালের দুটি ঈদে মোট ২০০ জন দরিদ্র পথশিশুকে নতুন জামা কিনে দেয় এমএসএসসি। শীত মৌসুমে শীতার্থ মানুষের কাছে পৌঁছে দেয় শীত বস্ত্র প্রজেক্ট উষ্ণতা কর্মসূচির মাধ্যমে। ২০১৪ সালের শুরুতে যাত্রা শুরু করে প্রজেক্ট স্কুলিং। জেলার রাস্তি ইউনিয়নের ৫টি স্কুলের মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে তুলে দেয়া হয় নতুন স্কুল ব্যাগ। একই বছর প্রজেক্ট নতুন জামা কর্মসূচির মাধ্যমে ৩০০ জন শিশুকে ঈদের পূর্বে নতুন জামা কিনে দেয় এমএসএসসি। সফলভাবে বাস্তবায়ন করে প্রজেক্ট উষ্ণতা কর্মসূচিও। তারই ধারাবাহিকতায় এবছর ৩০০ জন শিশুর কাছে নতুন স্কুল ব্যাগ নিয়ে পৌঁছেছে এমএসএসসি। এমএসএসসি এর সদস্যরা জানান প্রজেক্ট নতুন জামা, প্রজেক্ট উষ্ণতা এবং প্রজেক্ট স্কুলিং নিয়ে প্রতিবছর ধারাবাহিকভাবে তারা কাজ করে যাবেন মাদারীপুরে।