ঢাকায় অনুষ্ঠিত হল ”শিশুদের জন্য কেমন বাজেট চাই?” শীর্ষক কর্মশালা

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোরস (এনসিটিএফ) ঢাকা জেলার শিশু সদস্য এবং উপদেষ্টাদের অংশগ্রহনে  ৩ জানুয়ারি,শনিবার মিরপুর বাংলা হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ”শিশুদের জন্য কেমন বাজেট চাই?” শীর্ষক কর্মশালা। সেভ দ্যা চিলড্রেন এবং সিএসাআইডি এর আয়োজনে কর্মশালায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলা।

এনসিটিএফ ঢাকা জেলার ৩০ জন শিশু সদস্য এবং ২০ জন উপদেষ্টা সহ প্রায় অর্ধশত অংশগ্রনকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিশুদের জন্য যেমন বাজেট হওয়া উচিত এবং সে বিষয়ে তাদের মতামত তুলে ধরে। কর্মশালাটি পরিচালনা এবং বাজেট বিষয়ক ধারনা প্রদান করেন শহীদ উল্লাহ্‌। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা মীর রেজাউল করিম।