ঝালকাঠিতে এনসিটিএফ’র বার্ষিক কর্মপরিকল্পা সভা।

২৫ ডিসেম্বর ২০১৪ তারিখ ঝালকাঠিতে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত ও জেলা শিশু একাডেমী সহায়তায় বার্ষিক কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা সভাপতি, হাবিবুর রহমান (মাহিন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু সংগঠক নারগীস সুলতানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইয়ুথ ভলান্টীয়ার সজীব খন্দকার, মেহেদী হাসান (ইমরান), শিশু সাংবাদিক, এনসিটিএফ, ঝালকাঠি, প্রীতম আদিত্য রায়, শিশু গবেষক, এনসিটিএফ, ঝালকাঠি, সৈয়দা মাহাফুজা মিষ্টি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ, ঝালকাঠি।

জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জেলার শিশু একাডেমী, এনসিটিএফ, সরকারি-বেসরকারি এনজিও প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে এরই ধারাবাহিকতায় ঝালকাঠিকে শিশু বান্ধব জেলা হিসেবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলাটিতে শিশু অধিকার সনদ বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা জানান।
unnameddd
সেভ দ্যা চিলড্রেন ও প্লান বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালিত হয়। এটি একটি জাতীয় শিশু সংগঠন, যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এনসিটিএফ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং করে থাকে এবং পরবর্তীতে তা নিয়ে পলিসি পর্যায়ে এডভোকেসী করে থাকে। ২০০৬ সন থেকে অত্র একাডেমীর সহযোগিতায় এনসিটিএফ ঝালকাঠি শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ঝালকঠি জেলায় প্রায় ৫০০ জন এনসিটিএফ সদস্য রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে শিশুদের কণ্ঠস্বর জোরালো করার লক্ষ্যে সংলাপ পরের আয়োজন করে।

মেহেদী হাসান (ইমারন)

NCTF Madaripur has completed their AGM for 2014

NCTF Madaripur district committee has successfully completed their AGM today (31st December 2014) at M.M Hafiz Memorial Public library premise. 50 members from NCTF were present in AGM. D.C Madaripur was present their as Chief guest. In AGM executive members discussed about their activities, achievements, challenges and learning  over the current year . They also prepared a yearly action plan for 2015. D.C delivered a valuable speech for NCTF. He said he is being pleased to be there and he will make sure his support in future for NCTF activities.