যশোরে বড়দের সাথে সংলাপে শিশুবিষয়ক নানা সমস্যা তুলে ধরলো শিশুরা !

17062014103726amCaptureশামিম আহমেদ: যশোর জেলায় শিশু অধিকার বাসত্মবায়ন পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের সংলাপ রোববার স্থানীয় সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে৷ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, যশোরের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) যশোর জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে৷ সংলাপে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো.মোসত্মাফিজুর রহমান৷ চাইল্ড সেফটিনেট,ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ডিরেক্টর প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিতে সংলাপে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন পনির, যশোরের পৌর মেয়র মারম্নফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শিৰা অফিসার, নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারম্নন অর রশিদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, এনসিটিএফ যশোর সভাপতি সোনিয়া আফরিন সোমা, প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী শামিম আহমেদ৷ সংলাপে শিশুদের ও শিশু বিষয়ক বিভিন্ন সমস্যার সঙ্কটের কথা তুলে ধরেন এবং সংশিস্নষ্টরা তা সমাধানে কার্যকর পদৰেপ গ্রহণের আশ্বাস দেন৷