পরিবেশ দিবস উদযাপন !

26062014102017amCaptureআরিফুল ইসলাম : ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস৷ বরাবরের ন্যায় এবারও কুষ্টিয়ায় পালিত হলো দিবসটি৷ এ উপলৰে কুষ্টিয়া জেলা প্রশাষণ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্দোগে এক বিরাট র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত র‍্যালি ও আলোচনাসভায় উপসত্মিত ছিল ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়া ও সবুজ বার্তার সদস্যবৃন্দ৷ র্যালিটি সকাল ৯.০০ টায় জেলা প্রশাসকের কার্যলয় থেকে বের হয়ে ঝিনাইদাহ মহাসড়ক ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়৷ পরে জেলা প্রশাসনের অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “জনাব আবু হেনা মোঃ মোসত্মফা কামাল” অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুষ্টিয়া৷ প্রধান অতিথি ছিলেন “জনাব সৈয়দ বেলাল হোসেন” জেলা প্রশাসক কুষ্টিয়া৷ তিনি বলেন “আমি ও পুলিশ সুপারের উপস্থিতিতে একটি ক্যাম্পিং হবে, যেখানে প্রত্যেকে তার বড়ি, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার করবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন “জনাব মোফিজ উদ্দিন আহমেদ” পুলিশ সুপার কুষ্টিয়া৷ এ অনুষ্ঠানে একটি বিষয় সকলের নজর কাড়ে, তা হলো শিশুদের সংখ্যা গরিষ্ঠতা৷ অর্থাৎ শিশুদের অংশগ্রহনে দিবসটি উজ্জাবিত হয়৷ কুষ্টিয়ার বিভিন্ন স্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে৷ জরিপে জানা যায় মোট উপস্থিতির প্রায় ৪৫ শতাংশই শিশু৷ এৰেত্রে বলা যায় কুষ্টিয়ার শিশুরা পরিবেশ নিয়ে অনেক বেশী সচেতন৷ আর শিশুদের অংশগ্রহনই তা প্রমান করে৷ কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত্‍ ৷ বক্তারা বলেন “আজ যে শিশুরা অংশগ্রহন করল, কাল তারাই পরিবেশ রৰার্থে অগ্রণী ভ্থমিকা পালন করবে৷ এ জন্য চাই তাদের যথা সময়ে সচেতন করা ও পরিবেশের প্রয়োজনীতা এবং ক্ষয়ক্ষতি পর্যাপ্ত জ্ঞান দান৷ যা তাদেরকে সোচ্চার করে গড়ে তুলবে৷ সেই সাথে মনুষত্ব মানবিকতা ও সবুজ-শ্যামল পরিবেশে বেচে থাকার আকাঙ্ক্ষাও থাকতে হবে৷