শিশু বাজেট বাস্তবায়নের দাবি এনসিটিএফের শিশুদের !

NCTFমুসাব্বির হোসেন : ২০১৪-১৫ প্রস্তাবিত বাজেটে শিশুদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা তার বাস্তবায়ন চেয়েছে জাতীয় পর্যায়ে শিশুদের প্রতিনিধিত্বকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স-এনসিটিএফের শিশুরা। রোববার বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় বাজেট ২০১৪-১৫ পরবর্তী শিশুদের ভাবনা বিষয়ে সেভ দ্য চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজনে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের এক সংবাদ সম্মেলনে এনসিটিএফের সদস্যরা শিশু বাজেট বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন সর্বজনীন বাজেট ঘোষণার জন্য বাজেট প্রণয়নের পূর্বে শিশুদের মতামত নেওয়ার কথা । এনসিটিএফ’র সদস্যরা বলেন, শিশু বাজেট আলাদা কোনো বাজেট নয়, শিশুদের কল্যাণে সরকার বছরে কত টাকা ব্যায় করছে তা পরিমাপ করার মাপকাঠি। সংবাদ সম্মেলনে এনসিটিএফ ঢাকা জেলা কার্যনির্বাহি কমিটির সভাপতি ফাতেমা সিদ্দিকা রিমা তার লিখিত বক্তব্যে শিশুদের অগ্রাধীকার হিসেবে বিবেচনা করে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট প্রণয়ন করায় দেশের সকল শিশুদের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, এবছরে বাজেটে সরকারি ব্যয়ে এখন পর্যন্ত ৩২ টি ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে আর তিনটির নির্মাণ কাজ চলছে। বড় ছয়টি শহরে আরো ছয়টি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হবে। অনগ্রসর শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তন করা হয়েছে। চারটি গার্মেন্ট অধ্যুষিত এলাকায় ১০টি ডে- কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে দেখা যায় সরকার অনেক ক্ষেত্রে শিশুদের জন্য বরাদ্দ বাড়িয়েছেন আবার অনেক ক্ষেত্রেই বরাদ্দের পরিমাণ কমিয়ে দিয়েছেন। যে ক্ষেত্রে সরকার শিশুদের জন্য বরাদ্দ কমিয়েছেন সে ক্ষেত্রগুলো সরকার পুনরায় বিবেচনা করার আহ্বান জানানো হয়। শিক্ষা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট থাকলেও বিদ্যালয়গুলোতে বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা ও শিশু অপরাধীদের ভিন্ন সেলে রাখারও তারা দাবি জানান। এ ছাড়া সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ায় শিশুদের গুরুত্ব দিয়ে দৃশ্যমান করা ও শিশু বাজেটে কোডিংয়ে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক চাইল্ড পার্লামেন্ট সদস্য নিজাম উদ্দিন, চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পিকার এএসএম শাহরিয়ার সিফাত, চাইল্ড পার্লামেন্টের বর্তমান স্পিকার সাব্বির আহমেদ হিমু, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মমতাজুল ইসলাম রুমন, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির নিউজলেটার প্রকাশনা, তথ্য ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান, এনসিটিএফ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মুসাব্বির হোসেন, এনসিটিএফ সদস্য ডলি আক্তার সহ অন্যান্য এনসিট্এফ সদস্য বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্লান ইন্টারন্যাশনালের অ্যাডভাইজার (চাইল্ড রাইটস) সৈয়দ মাতলুবার রশীদ, সেভ দ্য চিলড্রেন সিনিয়র ম্যানেজার (অ্যাডভোকেসি) মীর রেজাউল করিম, প্লান ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার অপারেশন ফারুক আহমেদ সহ আরো অনেকে।