শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন !

10707972_1467252936849563_7866396yyyyyyyy91_nসেলিমুর রহমান সেলিম: শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন করেছে শরীয়তপুর মহিলা সংস্থা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শহরের শরীয়তপুর- মাওয়া মহাসড়কে পালন করা হয় এই কর্মসূচী। এক ঘন্টাব্যাপীমানববন্ধনেজেলামহিলাসংস্থাও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করে। এ সময় জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. রওশন আরা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুবাইদা খাতুন বক্তব্য রাখেন। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশুদের ন্যায্য অধিকার সুরক্ষায় দেশব্যাপী সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে মানববন্ধন ও গ্রামে গ্রামে উঠোন বৈঠক করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কোন কন্যা শিশুকে আর বাল্য বিবাহের শিকার হতে না হয়।