এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ে এনসিটিএফ এর স্কুল মনিটরিং, ও স্থানীয় প্রত্রিকার প্রতিবেদনের আলোকে উঠে আসা সমস্যা এবং সুপারিশেগুলো তুলে ধরে এনসিটিএফ সদস্যরা। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও বিনোদন এই চারটি বিষয়ের উপর ০৮টি সমস্যার বিপরীতে ২৫টি সুপারিশ উপস্থাপন করে এনসিটিএফ। শিশুদের সমস্যাগুলো এবং সুপারিশগুলোর প্রেক্ষিতে সভার প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক  মোঃ এ জেড এম নুরুল হক বলেন, আমি সত্যই অভিভূত আমাদের জেলার শিশুদের দেখে। ব্যতিক্রমিধর্মী এই সভায় অংশগ্রহণ করতে পেরে সত্যই ভাগ্যবান মনে করছি। তোমাদের ধন্যবাদ আমাকে আজকের এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য। তোমাদের নিয়ে আসা প্রতিটি সমস্যার সাথে আমি একমত। প্রতিটি সমস্যার সমাধানে আমরা বর্তমানে কাজ করছি। বাকিগুলোও আমরা করবো। আমি ডিডিএলজিকে বলবো এনসিটিএফ জেলা কমিটিকে আমার সাথে আরেকটি সভার আয়োজন করতে। আমি ওদের সাথে আবার বসতে চাই। নিরাপত্তা কর্মী দ্বারা শিশুরা ইভটিজিং এর শিকার হচ্ছে  এটা দুঃখজনক। আমি আজই পুলিশ সুপারকে বলবো এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য। তোমাদের আজকের সমস্যাগুলো এবং সুপারিশমালা আমাকে দিয়ে যাবে। আমরা এগুলো নিয়ে বসবো। এছাড়া সভার বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন বলেন, এনসিটিএফ জেলা ইউনিয়ন পরিষদগুলো শিশু উপযোগি কিনা দেখতে পারে। আমাদের জেলায় বাল্য বিবাহ বেড়েই চলেছে এটা নিয়েও তোমাদের কাজ করতে হবে। আমি কোন স্থানে ভিজিটে গেলে স্কুল পরিদর্শন করি। তোমাদের কথার সাথে একমত পোষণ করে আমি এখন থেকে স্কুল পরিদর্শনে অবশ্যই টয়লেটের দরজা এবং পর্যাপ্ত উপকরণ ব্যবস্থা আছে কিনা দেখবো। এছাড়া সভায় উপস্থিত ছিলেন এ. কে এম তাজকির-উজ-জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ সাইফুল মালেক সহঃ জেলা শিক্ষা অফিসার, মোঃ সায়েদুল ইসলাম সহঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজুল মনির আফতাবী, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মোসাঃ শামশুন নাহার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জেন, মোঃ শফিকুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি,  মুহম্মদ হাবিবুর রহমান সেলস্ ম্যানেজার এসএমসি, সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস প্রমোটর মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত , মোহাঃ শাহ আলম সহ- সভাপতি শিশুবন্ধু প্লাটফর্ম, মোঃ মোসফিকুর রহমান সভাপতি চাঁপাইনবাবগঞ্জ মুক্তমঞ্চ, মোঃ মেহেদি হাসান সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন, এবং এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মোঃ ওয়ালিদ হাসান ও নিবেদিতা ঘোষ পূজা। এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি হুসান আবরাব আবির  এর সভাপতিত্বে ও সাধারন সদস্য মোসাঃ আজিজা কাওসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মোহাঃ মাসুম রেজা সিয়াম।
সর্বপরি সভায় উপস্থিত কর্মকর্তারা শিশুদের উপস্থাপিত সমস্যা গুলো তাদের সুপারিশের আলোকে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। জেলার এনসিটিএফ কমিটিসহ মোট ১৭ জন এনসিটিএফ সদস্য এই মতবিনিময় সভায় অংশগ্রহন করে।