জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৮ আগষ্ট এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে বিকাল ৩টায় জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কবীর মাহমুদ, জেলা প্রশাসক, পাবনা। সভায় জেলা এনসিটিএফ কমিটিসহ ২৩ জন সাধারণ সদস্য উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো এবং সুপারিশমালা তুলে ধরে। মোট চারটি বিষয়ের উপর ১১ টি সমস্যার বিপরীতে ২৫ টি সুপারিশ তুলে ধরে শিশুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি শিশুদের পক্ষ থেকে আসা কিছু সমস্যার তাৎক্ষণিকভাবে করে দেন। বাকিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, তাৎক্ষণিক ভাবে ফোন দিয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে বাহিরাগতদের প্রবেশ বন্ধ এবং প্রোগাম শেষে পরিদর্শন। এনসিটিএফ পাবনার সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য স্বাস্থসম্মত টয়লেট নির্মানসহ স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন। স্কুল গুলোর সামনে জেব্রা ক্রসিং তৈরিতে ব্যবস্থা গ্রহণ। তাৎক্ষণিক ভাবে জেলা শিক্ষা অফিসারকে ফোন দিয়ে প্রোগামে ডেকে শিশুদের শিক্ষা বিষয়ে সমম্যাগুলো নিজে শুনে ব্যবস্থা গ্রহণ। শিশু পার্কের দাবী পূরণ। ডিসি অফিস এনসিটিএফ এর জন্য উম্মুক্ত করা। শিশুরা চাইলে যে কারো সাথে সব সময় যোগাযোগ করতে পারবে। কোন প্রকার অনুমতির প্রয়োজন হবে না। যে সকল বিদ্যালয়ের সামনে এবং স্থানে বখাটেরা মেয়েদের উতক্ত করে সেইসকল স্থান এবং বখাটেদের আড্ডা দেবার সময় নোট করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট করার নির্দেশ। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে  অতি শীগ্রই  পুলিশ সুপারের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করার ব্যবস্থা গ্রহণ। স্কুলগুলোতে বিশেষ ক্লাসের নামে শিশুদের উপর চাপ সৃষ্টি করা যাবে না। তাৎক্ষণিক ভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট মডেল স্কুলে বিশেষ ক্লাস বন্ধের ঘোষণা করেন। আগামীতে শিশুদের নিয়ে কর্মসূচীতে এনসিটিএফ কে পাশে চান জেলা প্রশাসক।  শিশুদের সাথে বড়দের এই মুখমুখি সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),  এস এম মসলেম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার,  পাবনা, ডাঃ মোঃ রহিম উদ্দিন মেধা মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, পাবনা, সুরাইয়া সুলতানা, অধ্যক্ষ, ইমাম গাযয্লী স্কুল এন্ড কলেজ ও সভাপতি শিশুবন্ধু প্ল্যাটফর্ম, মোছাঃ হেলেনা খাতুন, প্রধান শিক্ষক, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত,  সিআরপি, সেভ দ্য চিলড্রেন, মিথিলা খাতুন জেলা ভলান্টিয়ার, সাংবাদিকবৃন্দ এনসিটিএফ এর উপদেষ্টাবৃন্দ। বাংলাদেশ শিশু একাডেমি এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় রেজোয়ান খান বোরহানের সঞ্চালনায়  পুরো আয়োজনটিতে সভাপতিত্ব করেন সামানিয়া জান্নাতী শান্তা, সভাপতি এনসিটিএফ পাবনা।