গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণ

শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত (৭ নভেম্বর) বুধবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস্ প্রমোটর (সিআরপি) মোস্তাফিজুর রহমান সৈকত।
দিনব্যাপী প্রশিক্ষণে এনসিটিএফ সদস্যদের জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু অধিকার সনদ, গল্প/কেইস স্টোরি লেখা, শিশু সাংবাদিকতা, এনসিটিএফ বিষয়ক ও এনসিটিএফ ওয়েব সাইট বিষয়ক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় এনসিটিএফ এর জেলা কার্যনির্বাহী কমিটি ও স্কুল কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহণ করে।