নড়াইল এনসিটিএফ কমিটির সদস্যদের জীবন দক্ষতার প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ মোরাদ শেখঃ ২ দিনব্যাপি নড়াইল এনসিটিএফ এর জীবন দক্ষতার প্রশিক্ষণ ১৬-০৮-২০১৮ ও ১৭-০৮-১৮ তারিখে জেলা শিশু একাডেমি নড়াইল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  নড়াইল এনসিটিএফ জেলা কমিটির ১১ জন ও জেলা ভলান্টিয়ার ২ জন সহ মোট ১৩ জন প্রশিক্ষণটিতে অংশগ্রহন করেন। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময়ে জেলা কমিটির সদস্যদে প্রশিক্ষণ প্রদান করা। কমিটির সাধারণ সম্পাদক সাদাত রহমান সাকিব এর পরিবর্তে  নিজ শহরে উপস্থিত না থাকার কারণে সাধারণ সদস্য মোসাঃ জান্নাতি খানম কে জেলা শিশুবিষয়ক কর্মকর্তার অনুমতিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। ২ দিনব্যাপি প্রশিক্ষণের বিষয় সমূহ ছিল শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষণা, সাংবাদিকতা, মিডিয়া ও ওয়েব সাইট। উক্ত অনুষ্ঠানের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন নড়াইল জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ওয়ালিউর রহমান, জেলা ভলান্টিয়ার সানজিদা আফরিন পুতুল ও মোঃ মোছাব্বির হোসেন মোরাদ।