এনসিটিএফ মেহেরপুর পৌর কমিটির নেতৃত্বে স্কুল পরিদর্শন

৭ আগষ্ট ২০১৮ তারিখ ১৫ সদস্য বিশিষ্ঠ একটি বিশেষ টিম মেহেরপুর সদরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান “কবী কাজী নজরুল শিক্ষা মঞ্জিল” মাধ্যমিক বিদ্যাল পরিদর্শন করে। পরিদর্শন কালে শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং প্রতিটি ক্লাসরুম ঘুরে বেশ কিছু সমস্যা চোখে পড়ে।

সমাধানযোগ্য সমস্যসমুহঃ-

১। স্বাস্থ্যসম্মত খাবার পানির সংকট।
২। স্বাস্থ্যসম্মত টয়লেট নাই এবং মেয়েদের জন্য বিশেষ সুবিধা নাই।
৩। ক্লাসরুমগুলোও রয়েছে ঝুকির মধ্যে। ছাদে ফাটোল ধরেছে এবং ঝুকিপূর্ণ ক্লাসরুমে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে।
৪। অত্র প্রতিষ্ঠানে ফ্রাস্ট এইট (প্রাথমিক চিকিৎসা) বক্স নাই।
৫। অভিযোগ/পরমর্শ বক্স আছে তবে তা ব্যবহার হচ্ছে না।

পরিদর্শনকালে শিশুরা বেশকিছু ভালো দিকও লক্ষ্য করেঃ-

১। শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো ভালো।
২। নিয়মিত ক্লাস হচ্ছে।

পরিদর্শন শেষে শিশুরা স্কুলে প্রধান শিক্ষিকার সাথে কথা বলে এবং স্কুলের সমস্যার কথা জানালে প্রধান শিক্ষিকা দ্রুত এ সকল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। পরিদর্শনে পৌর কমিটির পাশাপাশি উপস্তিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ কমিটির সম্মানিত সভাপতি ও সকল সদস্যরা।