এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৪ মার্চ ২০১৮ রোজ শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডমী মৌলভীবাজার এর হলরুমে অনুষ্ঠিত হয় এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক পরিকল্পনা সভা। অনুষ্ঠানের শুরুতে এনসিটিএফ বর্তামান কমিটির পরিচয় পর্ব ও এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়। এর পর জেলার বিভিন্ন স্কুল কমিটির সদস্য এবং এনসিটিএফ এর সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ৯:৩০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। এর পর শুরু হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। কর্মপরিকল্পনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মুহিবুর রহমান, রেডিও পল্লী কন্ঠের প্রধান নির্বাহী হাসান মাহদী, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, জেলা ভলান্টিয়ার এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।