গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী।

এনসিটিএফ গাইবান্ধা জেলা সহ-সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক বিবরণী তুলে ধরেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও সাপ্তাহিক নুরজাহান পত্রিকার সম্পাদক উত্তম সরকার, গাইবান্ধা শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন, এনসিটিএফ গাইবান্ধা এর উপদেষ্টা মনির হোসেন মিলন, আশিকুর রহমান শাওন, রকিবুদ্দৌলা রনি।

আলোচনা সভা শেষে ২০১৮-২০১৯ সালের এনসিটিএফ গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ১১ টি কার্যনির্বাহী পদে ২৫ জন এনসিটিএফ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনসিটিএফ গাইবান্ধা এর ১২৭ জন সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করে।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, সভাপতি পদে মো. মশিউর রহমান মুছা, সহ-সভাপতি পদে তাসকিনা জামান তমা, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামানীয়া জান্নাত রাইয়ান, সাংগঠনিক সম্পাদক পদে আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক (ছেলে) পদে শাহরিয়ার রহমান জয়, শিশু সাংবাদিক(মেয়ে) পদে সানজিনা আক্তার ছনিয়া, শিশু গবেষক(ছেলে) পদে মাহমুদ হাসান সিরাজ, শিশু গবেষক (মেয়ে) পদে শিনাত জামান তিথি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) পদে মেহেদী হাসান জিহাদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) পদে তনিমা হাবিব রুম্পা।

পরে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে ও পূর্বতন কমিটির নিকট হতে দায়িত্ব গ্রহণ করে।