দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আজ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) নেত্রকোনা জেলা কমিটি ১৫০ জন দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে। ডিসি স্যারের সম্মেলন কক্ষে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ড. মো: মুশফিকুর রহমান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কমান্ডিং অফিসার জনাব লে. কর্ণেল সাঈদ হোসেন স্যার, পুলিশ সুপার জনাব জয়দেব চৌধুরী স্যার এবং নেত্রকোনারর পৌর মেয়র জনাব আলহাজ্ব নজরুল ইসলাম খান। এ সময় এনসিটিএফ সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী অতিথিদের মাঝে এনসিটিএফ এর যাবতীয় কার্যক্রম তুলে ধরেন।

পথশিশুদের সাথে এনসিটিএফ নড়াইল এর ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

১৮ জুন ২০১৭ ইং নড়াইল এনসিটিএফ ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত  মাহফিলের আয়োজন করা হয়  জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় – নড়াইলে (শিশু একাডেমিতে)। মাহফিলে বিভিন্ন স্কুলের স্কুল কমিটির সদস্যরা অংশ গ্রহণ করে। এছাড়া ও কয়েক জন শিশু ইফতার মাহফিলে যোগদান করে। মাহফিলে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সাবেক ডিস্ট্রিক ভলেন্টিয়ার লাকি, নড়াইল  সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা  নাহিদা আহম্মেদ, নড়াইল  জেলার সাবেক শিক্ষা অফিসার জনাব ইউসুফ আলী ও নড়াইল জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ওয়ালিউর রহমান স্যার। এছাড়া নড়াইল জেলা  এনসিটিএফ কমিটির  সভাপতি রুদ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম সহ সকল সদস্য ও ডিভি মোসাঃ সানজিদা ইয়াসমিন পুতুল ও মোঃ মোছাব্বির হোসেন মোরাদ উপস্থিত ছিলেন।

পথশিশুদের সাথে এনসিটিএফ খুলনার ইফতার ও দোয়া মাহাফিল

১৫-০৬-২০১৭ইং তারিখ অনুষ্ঠিত হল, খুলনা এনসিটিএফ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল। সভায় উপস্থিত ছিলেন ড. মো: মোস্তাফিজুর রহমান (অধ্যাপক ও প্রধান ফার্মেসী বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়)।  তিনি আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আমাদের সকল কাজে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন খুলনার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল আলম এবং সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মিদুল ইসলাম মৃদুল। মাহফিলে সভাপতিত্ব করেন এনসিটিএফ খুলনার সভাপতি লিটন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিল কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য এবং উপদেষ্টা।

সর্বোপরি দোয়া এবং সকলের মঙ্গলের কামনার মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।