এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।