জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তাপস খানঃ  এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান