গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

মো: তাওহীদ-উল-ইসলাম ॥ জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে।
গত ১০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছা: রেবেকা পারভীন, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব স্বপন কুমার সরকার, সরকারি শিশু পরিবার বালিকার প্রশিক্ষক চৌধুরী ফরিদা পারভীন, রেডিও সারাবেলা গাইবান্ধা এর প্রতিনিধি মো: মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট (ছেলে ও মেয়ে) সমন্বয়ে জেলা কার্য নির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। নির্বাচন শেষে কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।