কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর প্রতিমাসের ন্যায় হাসপাতাল মনিটরিং অনুষ্ঠিত এবং অন্যন্য সাফল্য।

গত ১১ ই এপ্রিল এনসিটিএফ কুষ্টিয়া জেলার কার্যনিবাহী কমিটির শিশু গবেষকের নেতৃত্বে সকাল ১০.৩০ টায় হাসপতাল মনিটরিং অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের সদর হাপসাতালের শিশু ওয়ার্ডের অবর্জাহভেশন রুমের চিত্র ছিলো অন্যান্য মাসের চেয়ে অনেক ভিন্ন। কারণ আগে শিশু ওয়ার্ডে অবর্জাহভেশন রুমে সবাই জুতা সেন্ডেল পড়ে প্রবেশ করতো। যার ফলে শিশুদের অনেক জিবাণু দ্বারা আক্রান্ত হতো।

এদিকে এই সমস্যার বিষয়ে কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মুসাব্বির হোসেনের ফেসবুকে পোস্টের মাধ্যমে জেলা প্রশাসক কুষ্টিয়াকে অবহিত করায় কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেfinal-01-sobujbartaন এই বিষয়টি নজরে নিয়ে দুইজন নির্বাহী ম্যাজিট্রেট প্রেরণ করে উল্লেখিত সমস্যাটি সমাধান করে থাকেন। গতকাল হাসপাতাল মনিটরিং এর শেষে এন.সি.টি.এফ. এর শিশুরা ডাঃ জমির উদ্দিন ,(শিশু কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান শিশু বিভাগ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ) সাক্ষাতকার করার সময় জানতে চাওয়া হয় যে, বর্তমানে আবহাওয়ার প্রবাহরে জন্য শিশুদের ওপর কিরুপ প্রভাব ফেলতে পারে এ বিষয়ে তিনি বলেন বর্তমান আবহাওয়া শিশুদের জন্য খারাপ এর মূল কারণ হচ্ছে রোদ্রের তাপ বেশি যার ফলে শিশুরা জ্বর, এআরআই এর মত রোগে আক্রান্ত হতে পারে । এছাড়া তিনি আরও বলেন এই সময়ে ডায়রিয়ার মত খারাপ রোগেও আক্রান্ত হতে পারে ।

এই জন্য শিশুদের সব সময় পরিস্কার রাখতে হবে এবং খাবারের সময় ভালো ভাবে হাত ধুয়ে নিতে হবে এবং পচা বাসি খাবার খাওয়া যাবে না। আর এদিকে এআরআই রোগ সম্পর্কে ডাঃ জমির উদ্দিন বলেন শিশুদের ফিডার খাওয়ানো যাবে না এর ফলে শ্বাস কষ্ট হয় । এবং বুকের দুধ উঁচু করে খাওয়াতে হবে ।

আর এ সকল সমস্যা দ্রুত পদক্ষেপ না নিলে অসুস্থ শিশুদের অসুস্থা বেড়ে যাওয়া সহ মৃত্যুর কারণ হতে পারে । আর অন্যদিকে সদর হাসপাতালের অবর্জাভেশন রুমটির বর্তমান চিত্রে আনার জন্য সাহায্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতে শিশুদের নিয়ে আরো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক সাক্ষাতকারে তারা বলেন আমরা সবার সহোযগীতা নিয়ে আরো ভালো কাজ করতে চাই । এবং কুষ্টিয়া জেলাকে শিশুবাদ্ধব জেলা হিসেবে দেখতে চাই ।

এই বিষয়ে পূর্বের নিউটি দেখুন

http://bit.ly/1Fk5Q4X

মেহেরপুরে গাংনীতে পৌরসভা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার ১২ই মে ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার পৌরসভা এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কাথুলী ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২৪০ জন। এনসিটিএফ পৌরসভা কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য । প্রথম পর্বে পৌরসভা পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। পৌরসভা কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে পৌরসভা পরিষদের পক্ষ থেকে পৌরসভা পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ, সেভ দ্য চিলড্রেন ও পিএসকেএস কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- পৌরসভার প্যানেল মেয়র এনসিটিএফ এর আয়োজনে পৌরসভা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর পৌরসভা পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জনাব শামসুদ্দীন শেখ। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পিএসকেএস এর প্রোগ্রাম ডিরেক্টর সুনীল কুমার রয়, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর গোলাম কিবরিয়া এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার (এনসিটিএফ) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা, আশরাফুল, জসিম এবং ইসমতারা।

মেহেরপুরে গাংনীতে কাথুলী ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

রবিবার ১০ই মে ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কাথুলী ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২৪০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়। প্রথম পর্বে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ কাথুলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ, সেভ দ্য চিলড্রেন ও পিএসকেএস কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল হোসেন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সিসিজি সদস্য, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর গোলাম কিবরিয়া এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাঈদ হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার (এনসিটিএফ) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা এবং ইসমতারা।

মেহেরপুরে বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সোমবার ১১ই মে ২০১৫ মেহেরপুর জেলা সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে প্রায় ১০ জন সদস্য উপস্থিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় শুভ উদ্বোধন ঘোষনা করে এবং এনসিটিএফ বুড়িপোতা ইউনিয়ন এর সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ বুড়িপোতা ইউনিয়ন কমিটির সভাপতি হাসান গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৫ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ এনসিটিএফ এর ২ জন (১জন ছেলে ১জন মেয়ে) সদস্যকে সমন্বয় সভায় অন্তর্ভূক্তির ঘোষনা দেন এবং আগামী দিনের সভায় সকলের সামনে তাদের ২ জনকে আমন্ত্রন জানান। এছাড়া এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর পৌরসভা পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। । এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ । এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সিসিজি সভাপতি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার (এনসিটিএফ) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মেরিনা পারভীন এবং এস.এম. আব্দুল মান্নাফ।

মেহেরপুরে কুতুবপুর ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বুধবার ১৩ই মে ২০১৫ মেহেরপুর জেলা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৩০ জন সদস্য উপস্থিত হয়।

এনসিটিএফ কুতুবপুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ কুতুবপুর ইউনিয়ন কমিটির সভাপতি লাবনী গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা

তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী এনসিটিএফ এর ২ জন (১জন ছেলে ১জন মেয়ে) সদস্যকে সমন্বয় সভায় অন্তর্ভূক্তির ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর পৌরসভা পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন।এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী । এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সিসিজি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার (এনসিটিএফ) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মেরিনা পারভীন এবং এস.এম. আব্দুল মান্নাফ।

লোকবল সঙ্কট পাবনা শিশু পরিবার

গত ১০ মে এনসিটিএফ পাবনা জেলা সরকারি শিশু পরিবার পরিদর্শনে যায়।  চরম লোকবল সঙ্কটে ভুগছে শিশু পরিবারটি। এতে প্রায় ৭ জনের পরিবর্তে ৪ জন ব্যক্তি দায়িত্ব পালন করছে। যার ফলে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। জেলা এনসিটিএফ এর ৪ সদস্য বিশিষ্ট একটি সদস্য দল শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ তত্বাবধায়ক এর সঙ্গে কথা বলে জানতে পারেন যে এখানে লোকবল সঙ্কটের কারনে তারা প্রতিনিয়ত নানা প্রকার সমস্যার সম্মুখিন হচ্ছে।
১০০ জন শিশুর রান্নার জন্যে বর্তমানে একজন বাবুর্চি রয়েছে। যার কোন সহযোগী নেই। তাই প্রতি নিয়ত শিশু পরিবারের ২-৩ জন পালাক্রমে তার রান্নার কাজে সাহায্যে করছে। যার ফলে তাদের লেখাপড়ার ব্যঘাত ঘটছে। এমনকি যে দিন সে সকল শিশু রান্নার কাজে সাহায্য করার কারনে বিদ্যালয়ে যেতে পারছে না। শিশু পরিবারের সকল শিশুকে স্বনির্ভরশীল করে তোলার জন্য এখানে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকা স্বত্ত্বেও প্রশিক্ষক না থাকার কারনে তা বাস্তবায়িত হচ্ছে না। শিশুদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত না হওয়ার কারনে তারা স্বাবলম্বি হওয়ার দিক থেকে অনেক পিছিয়ে পরছে। তারা দ্রুত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকের ব্যবস্থার করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে।

NCTF Dhaka CRC Perticipate Alternative Report Sharing Workshop

NCTF Dhaka Committee Participated sharing workshop on recommendations of CRC alternative report with children. The workshop was held 7th May at ASK conference room Lalmatia Dhaka.

Journalism Training for the National Children’s Task Force by Bangladesh National Press Institute

“Good writing skill is not enough to become a good journalist. Besides, a journalist need to be committed in work” said Mr Abul kalam Azad, former press secretary of Honourable Prime Ministre and managing director and chief editor of Bangladesh Sangbad Songshth; as chief guest.

Bangladesh Press Institute organized two days child journalism training for NCTF members from 9-10 april, 2015 at Press Club Auditorium,Brahmanbaria. Around thirty children including NCTF journalists, the member of NCTF executive Committee were participated in the training. Md Shah Alamgir, Director, Bangladesh Press institute presided and Syed Mizanur Reza, Brahmanbaria Press club secretary also attended as special guest.

Aiming the capacity development, the training also focused on confidence and strategy to overcome challenge as journalist. As the NCTF already expressing their views through journalism, the learning would be added to strengthen their capacityon this. Besides, newsletter is a regular form practiced by the NCTF to present their voice on child right.NCTF also use digital media for expressing their situations and address their rights.

The chief guest advised the participants to capture the child rights situation and the good story on behalf of all the children as a journalist .He appreciated the NCTF as a children’ organization on leading the children’s voice and their initiatives on behalf of the children. In the training child journalist Maksuda Chowdhury poli presented NCTF activities and their achievements adding the NCTF overview of District volunteer Ajit Chandra Biswas. ” NCTF journalist used to get the journalism training previously but now the opportunity is for all the NCTF members” added Maksuda
On behalf of NCTF, the president of central committee Sayem Khondokar and the deputy speaker of child parliament Shanjida Lopa thanked to the Press Institute for this support. NCTF also requested for long term training for skill development as child journalist.

The event ended with the certificate giving ceremony among the participants. The training is a first time ever capacity building initiatives for the children by the National Press Institute;acknowledging the NCTF initiatives as Child led organization. Through the event, the children also forwarded to the linkage development with media for advocating for their rights.

Self-initiatives activities of National Children’s Task Force (NCTF) to support children

On the celebration of Bangali New Year, 1422 National Children’s Task Force (NCTF) Moulovi Bazar took a different initiative.
NCTF distributed education materials Including (exam board, pencil, scale, eraser) to the disadvantaged children aiming the continuation of their smooth study. As the education is a right of children but it is challenged by the different factors for the children. In addition, parents cannot afford required education material due to having very small income for their family. While interacting with the different children, NCTF decided to support the children.
Total thirty one students form three primary schools named Srinath Government Primary School, Bazar Government primary school, Shairpur Lokkibal Government primary school were selected for the support.

Deputy Commissioner Mohammad Kamrul Hasan, district education officer Subodh Chorndro Chowdury,researcher Mahfujur Rahman, Vice President of Mercantile Bank Golam Maula, the President of Bangobondhu Cultural unit Shoiyad Salman Ali, Hasnat Kamal from Bangladesh Television, and the members of district NTF committee with their parents attended in this event.
Besides regular advocacy to government actors, NCTF also has some self-initiated activities for the children. Different small initiatives have been taken to support disadvantaged children, NCTF and Government and non-Government actors.

The Child Parliament Session on 21 December, 2014

The 12th Child Parliament session was held on 21 December, 2015. Total 300 persons were attended in the session. 84 (42 girls 42 boys) members of the child parliament were present. Among them 64 district members, 20 members from special groups and expansion areas attended in the session. Diverse range of Bangladeshi children including street children, working children, ethnic minorities, children with disabilities and other vulnerable and marginalised groups.

Mr. Md. Fazle Rabbi Miah, MP, the Honourable
Deputy Speaker of the Bangladesh National Parliament attended as Chief Guest. The child parliamentarian raised the issue and Deputy Speaker of national parliament was questioned by the child parliamentarians, and their commitment sought to change the experience of children in Bangladesh in relation to health and education.
Members of the Child Parliament (CP) also put forward a series of questions related to child marriage and its consequences over child protection including the controversial suggestion of lowering marriage age.
Admitting the corrupt practices of a section of marriage registrars the Deputy Speaker urged the Ministry of Law to strengthen the monitoring mechanism as well as fill in the vacant positions of district registrars to improve the overall situation.
Responding to the allegation of the child parliamentarians that some of the Union Council Chairmen often temper with birth registration in collusion with girls’ parents, he urged the public representatives to follow laws and conscience and not the immediate gain of cheap popularity.
The session was followed by a well-attended press briefing at which the press received the Child Parliament set of recommendations. The child parliamentarians answered the queries of the media in relation to the impact of the Child Parliament, the process of representation within the Child Parliament and future plans of the Child Parliament amongst other issues.

Preparatory workshop:
A preparatory workshop was held which produced the working document to be used in the session based on the research of participants across the country. A 2 day preparatory meeting attended by children’s representatives from all 64 districts and 20 children from poor & marginalized groups held on 18-20 December 2015. Through group work based on the working paper, local issues were identified and incorporated into the national agenda. Child parliamentarians also participated in a mock parliamentary session.

Child Parliamentarians Research Findings:
The Child Researchers (NCTF members) conducted research round the year in all 64 districts. 256 child researchers and 80 child facilitators collected data on the child rights situation. To finalize the issue the core team prioritize the collected information and select the child parliament issue. Both the primary and secondary research findings showed that, the current emerging issue of child rights in Bangladesh is child marriage. NCTF had already online campaign on ‘Not sixteen’ and submit a letter to Prime Minister. Government of Bangladesh drafted the “Child Marriage Prevention Law 2013”. The objective of the advocacy was to remain the marriage for girl 18 years and boys 21 years and increase mass campaign against child marriage.

Achievement of Child Parliament:
The child parliament initiative is meant to provide children a platform to raise their voice on issues that have a bearing on their lives. It also creates opportunity for the children to reach out to decision makers at the national level. Since its inception in 2003 the CP’s advocacy has contributed to policy changes such as banning of physical punishment in the school, use of cell phone by teachers during class hours, and use of children in political rallies.

Commitment of Chief Guest:
Honourable Deputy Speaker of the National Parliament said and believes that the legally permissible marriage age would remain 18. “Bringing down marriage age to 16 would be counterproductive,”

Conclusion:
Like the previous Parliament sessions held during the last 12 years, the children have successfully raised their voices in front of the policy makers of the Government and NGOs, donors and civil society members. The issues that were discussed in the two day sessions are very close to their lives – health and education. One purpose of the parliament session was that the voices of the children are heard and that was achieved to its full extent. How far their concerns will be addressed by the duty bearers will depend on a persuasive dialogue between the children and the duty bearers.

News Coverage of Child Parliament 2014:
http://www.observerbd.com/cat.php?b=254 http://www.dailystar.com/
http://sobujbarta.com/2014/12/22/NewsID-96982061/
http://www.ittefaq.com.bd/capital/2014/12/21/9612.html
http://www.thedailystar.net/18-to-remain-marriageable-age-for-females-56507
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.priyo.com
http://bdnews24.com/media-en/2014/12/21/december-21-2014