অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা।

দলীয় কাজের প্রেজেন্টেশন

দলীয় কাজের প্রেজেন্টেশন

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

 

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

 

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা। গত ২৭-২৯ মে ঢাকার আদাবরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে বাংলাদের ৪ টি বিশেষ অঞ্চলের ১১ জেলার মোট ২১ জন শিশু গবেষক ও জেলা ভলান্টিয়ারদের অংশগ্রহনে কর্মশালাটির আজ ছিল শেষ দিন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিশু বাজেট ফোরামের সভাপতি ড. আবুল হোসেন, তায়ুব তোজাম্মল(SC), মীর রেজাউল করিম(SC), শহিদুল্লাহ (CSID) এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার রুমন।
জাতীয় বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট তৈরিতে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ প্রেরনের লক্ষ্যে অনুষ্ঠিত করমশালাটির আয়োজনে ছিল এনসিটিএফ, সেভ দ্যা চিলড্রেন, এবং সিএসআইডি।

এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা ২০১৫ অনুষ্ঠিত

মঞ্চে আলোচনায় অতিথিরা

মঞ্চে আলোচনায় অতিথিরা

দলীয় কাজ

দলীয় কাজ

 

 

 

 

 

দলীয় কাজ

দলীয় কাজ

 

গত ২৯ মে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বার্ষিক সাধারন সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ৫০ জন এনসিটিএফ সাধারণ সদস্য পাবনা এনসিটিএফ এর জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সভায় এনসিটিএফ এর বেশ কিছু স্বউদ্দোগী কার্যক্রম পরিচালনার কথা উঠে আসে। দলগত ভাবে একটি  খসড়া কর্মপরিকল্পনা তৈরি করার পর একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মোহাঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী পাবনা, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জাম্মান, শহীদ এম. মনসুর আলী কলেজ, পাবনা। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ পাবনা জেলার সভাপতি মোঃ রিয়াদ মাহফুজ। এছাড়া উক্ত সভায় এনসিটিএফ জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপন্থিত ছিলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ক সভা

ফুয়াদ হাসান: বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর, রয়েছে সর্বত্রই প্রযুক্তির ছোয়া। শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রযুক্তির নানান মাধ্যম করেই চলেছে। মানব জীবনের কষ্টগুলোকে লাগব করে যোগাযোগের পথকে সহজ করার জন্য বর্তমানে যোগাযোগেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানব সমাজের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়াগুলো যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের উপরই ভিত্তি গড়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মিডিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফেসবুক, টুইটার, ভিবার, ওয়াটস্‌ এপ, ট্যাংগো ইত্যাদি। এসকল মাধ্যমগুলো ব্যবহারের ফলে মানুষের যোগাযোগ করার পথ সহজ হয়েছে, কমেছে যোগাযোগের ব্যয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরে গত ২৯.৫.২০১৫ তারিখে তাদের কার্যালয়ে সামাজিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে এক সভার আয়োজন করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কার্যনির্বাহী জারিয়াতুল্লাহ খানম, ফুয়াদ হাসান, নাদিয়া নওরীন সারা, মাকসুদা চৌধুরী পলি, অজিত চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সাধারণ সদস্যদের উপস্থিতিতে আলোচনার বিষয় ছিল বর্তমান সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম “ওয়াট্‌স এপ”। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রথমদিকে শুধু ট্যাক্সট মেসেজ আদান প্রদান করা গেলেও এতে সর্বশেষ ফিচার হিসেবে কল করার অপশনটি যুক্ত হয়েছে। এপ্রিল মাসে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসােও সারা বিশ্বে সর্বমোট একটিভ “ওয়াট্‌স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৮ মিলিয়ন যেখানে কিনা জানুয়ারি মাসে সর্বমোট একটিভ “ওয়াট্‌স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৭ মিলিয়ন।  দিন দিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু “ওয়াট্‌স এপ” এমন ব্যক্তির সংখ্যা নিতান্তই কম। বর্তমান সময়কার অ্যান্ড্রয়েড, আইওএস, সিম্বিয়ান, ব্লাকবেরি, উইন্ডোজ ৮ সহ প্রায় সকল ওপারেটিং সিস্টেমে “ওয়াট্‌স এপ” ব্যবহার করা যাচ্ছে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া “ওয়াট্‌স এপ” এ কিভাবে একাউন্ট খুলতে হয়, কিভাবে একজনকে বা গ্রুপে কিংবা  একাধিক জনকে এক সাথে মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়, কিভাবে অ্যাপ্লিকেশনটির সাহায্যে বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল এবং কন্টাক্ট নাম্বার শেয়ার করা যায়, এপটি ব্যবহার করে কিভাবে কল করতে হয় তা নিয়ে ব্যবহারিক আলোচনা করে। সভা শেষে উপস্থিত সকল  সদস্যরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহরার করার প্রতি তাদের মত পোষণ করে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের যোগাযোগের পথ সহজ করার স্বার্থে  এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া নামে “ওয়াট্‌স এপ”এ একটি গ্রুপ ওপেন করে।