মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেনা – চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ২১ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মটমুড়া ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়।

প্রথম পর্বে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ মটমুড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ
dsc_0354-sobujbarta
দলীয় কর্মপরিকল্পনা গ্রহন করছে এনসিটিএফ এর সদস্যরা

দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।

প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, এনসিটিএফ এর আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুস্থ শিশুদের মধ্যে শীতবন্ত্র বিতরণ, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন  সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। তিনি বলেন মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করতে পারবেনা এবং তিনি এনসিটিএফ সদস্যদের প্রতি আহ্বান জানান কোন বিদ্যালয়ে যদি শিক্ষক ক্লাসরুমে মোবাইল ব্যবহার করে তাহলে তাকে জানাতে,  তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে যতাযথ ব্যবস্থা নিবেন । এদিকে বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৃহিত কাজগুলোর সুফল তুলে ধরেন এবং বলেন মা সমাবেশ করলে শিশুরা আরো বেশী উপকৃত হবে। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিসিজি এর সাধারণ সম্পাদক, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর, ফিল্ড অফিসার এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা, জসিম, ইসমতারা।