শিশু আনন্দ মেলায় এনসিটিএফ মেহেরপুর

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরী চত্বরে ২ দিন ব্যাপি শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়।উক্ত মেলায় এনসিটিএফ মেহেরপুরের সদস্যবৃন্দ স্টল  এ অংশগ্রহন করে।

মেলা উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সিদ্দিকুর রহমান এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন।

এনসিটিএফ মেহেরপুর এর জন্য বরাদ্দকৃত স্টলে জেলার জেলা, উপজেলা ও ইউনিয়ন এর সদস্যবৃন্দ অংশগ্রহন করে। সুন্দর জাকজমকপূর্ণভাবে তারা স্টলকে সাজিয়ে তোলে। অন্যান্য স্টলের তুলনায় এনসিটিএফ এর স্টলে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সেখানে এনসিটিএফ মেহেরপুরের প্রকাশিত শিশু চিত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

নিজস্ব সচিবালয়ে এনসিটিএফ মঠমুড়া ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥ আজ মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়ন পরিষদে এনসিটিএফ মঠমুড়া ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মঠমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বরাদ্দকৃত এনসিটিএফ মঠমুড়া ইউনিয়ন কমিটির সচিবালয়ে কার্যনির্বাহী সদস্যবৃন্দ ত্রৈমাসিক সভায় মিলিত হয়।IMG_20150413_163111_2

সভার শুরুতে এনসিটিএফকে ইউনিয়ন পরিষদে এই কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য  মেহেরপুর জেলার জেলা প্রশাসক, গাংনী উপজেলার নির্বাহী অফিসার এবং মঠমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা জানান। সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি সাদিয়া আফরিন মুক্তা। সভায় তারা পরবর্তী তিন মাসের বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত সমূহ গ্রহন ও নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করেন।

এসকল সিদ্ধান্তের উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমূহ হলো- বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভার প্রস্তুতি গ্রহন ও তারিখ নির্ধারন (২১ এপ্রিল), ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, সিন্দুল কোটা ও বাওট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কমিটি গঠন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে ষান্মাষিক মত বিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ সহ আরো কার্যকরী কাজ সমূহের সিদ্ধান্ত গ্রহন করে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ উপজেলা ভলান্টিয়ার মুক্তা পারভীন, ফিল্ড ফ্যাসিলিটেটর ফারজানা ববি এবং সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন।